Advertisement

Operation Sindoor: রাহুল, মমতা থেকে অখিলেশ, স্ট্যালিন, 'অপারেশন সিঁদুর'-এ বিরোধীরা মুগ্ধ, সেনাকে কুর্নিশ

পহেলগাঁও হামলার বদলা নিল ভারত। বুধবার মধ্যরাতে পাকিস্তানে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত। যার নাম দেওয়া হয়েছে 'অপারেশন সিঁদুর'। ভারতীয় সেনা বাহিনীর প্রত্যাঘাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। ৮০ জনেরও বেশি জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে দাবি। ভারতের এহেন বদলা নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধীর মতো বিরোধী নেতারা। 

অপারেশন সিঁদুর নিয়ে মুখ খুললেন মমতা-রাহুল।অপারেশন সিঁদুর নিয়ে মুখ খুললেন মমতা-রাহুল।
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 07 May 2025,
  • अपडेटेड 11:04 AM IST
  • পহেলগাঁও হামলার বদলা নিল ভারত।
  • বুধবার মধ্যরাতে পাকিস্তানে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত।
  • যার নাম দেওয়া হয়েছে 'অপারেশন সিঁদুর'।

পহেলগাঁও হামলার বদলা নিল ভারত। বুধবার মধ্যরাতে পাকিস্তানে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত। যার নাম দেওয়া হয়েছে 'অপারেশন সিঁদুর'। ভারতীয় সেনা বাহিনীর প্রত্যাঘাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। ৮০ জনেরও বেশি জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে দাবি। ভারতের এহেন বদলা নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধীর মতো বিরোধী নেতারা। 

কী বললেন বিরোধী নেতারা?

বদলার দাবিতে রব উঠেছিল গোটা দেশে। ভারত যাতে মোক্ষ জবাব দেয় পাকিস্তানকে, সেই দাবি উঠেছিল বিরোধী শিবিরেও। অবশেষে বদলা নিল ভারত। আর এই আবহে এক্স হ্যান্ডলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা লিখলেন, 'জয় হিন্দ। জয় ইন্ডিয়া।'

 

লোকসভার বিরোধী দলেনতা রাহুল গান্ধী লিখেছেন, 'সেনাবাহিনীর জন্য আমরা গর্বিত। জয় হিন্দ।' সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব লিখেছে, 'সাহসিকতার সঙ্গে বিজয়।'বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী লিখেছেন, 'পাকিস্তানে ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুর অভিযান গৌরবময় এবং প্রশংসনীয়।' ডিএমকে নেতা এম কে স্ট্যালিন বলেছেন যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতীয় সেনার পাশে রয়েছে তামিলনাড়ু।


গত ২২ এপ্রিল  কাশ্মীরের পহলেগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় ২৫ জন পর্যটক ও এক কাশ্মীরির মৃত্যুর ঘটনায় ফুঁসছে গোটা দেশ। পাকিস্তানের বিরুদ্ধে বদলা নেওয়ার রব ওঠে সর্বত্র। পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক স্তরে একাধিক পদক্ষেপ করেছে ভারত। সিন্ধু জলচুক্তি স্থগিত করা হয়েছে। বাতিল করা হয়েছে পাক ভিসা। আকাশপথেও কড়া পদক্ষেপ করেছে নয়াদিল্লি। সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কখন, কোথায় কী নিশানা করা হবে, তা স্থির করার ভার দেওয়া হয় ভারতীয় সেনার উপর। অবশেষে বুধবার মধ্যরাতে পহেলগাঁও হামলার বদলা নিল ভারত। 

Read more!
Advertisement
Advertisement