Advertisement

Operation Sindoor: 'ভয় ছাড়া প্রীতি হয় না,' পাকিস্তান ইস্যুতে 'রামচরিতমানস' দোহা এয়ার মার্শালের গলায়, VIDEO

সন্ত তুলসীদাসের লেখা রামচরিতমানসে এই চরণটি আসে সেই সময়, যখন রামচন্দ্র সমুদ্রকে পথ দেওয়ার জন্য তিনদিন ধরে অনুনয়-বিনয় করে চলেছেন। কিন্তু নিরুত্তর সমুদ্র কোনও সাড়া দেয় না।

এয়ার মার্শাল একে ভারতীএয়ার মার্শাল একে ভারতী
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 12 May 2025,
  • अपडेटेड 6:06 PM IST
  • সেনার প্রেস ব্রিফিংয়ে তুলে ধরা হয় রামচরিতমানসের দোহা
  • তুলসীদাস ও দিনকরের কবিতায় মিলল সামরিক দর্শন
  • পাকিস্তানকে সেনার কড়া বার্তা: প্রতিটি হামলার জন্য প্রস্তুত

'ভয় না থাকলে প্রেম টেকে না'—এই প্রাচীন সত্য কথাটিই পাকিস্তানকে নতুন করে স্মরণ করিয়ে দিল ভারতীয় সেনা। 'অপারেশন সিঁদুর' নিয়ে আজ অর্থাত্‍ সোমবার সেনার তিন বাহিনীর প্রধান যখন সাংবাদিকদের মুখোমুখি হন, তখন ভারতীয় বায়ুসেনার এয়ার মার্শাল এ কে ভারতী তাঁর বক্তব্য শুরু করেন রামচরিতমানসের বিখ্যাত সেই চরণ দিয়ে—
"विनय न मानत जलधि जड़, गए तीनि दिन बीति।
बोले राम सकोप तब, भय बिनु होइ न प्रीति।।"

সোজা বাংলায় যার মানে,'যখন বিনয়ের ভাষা কাজ করে না, তখন কঠোরতা প্রয়োজন। ভয় না থাকলে সম্পর্কেও শ্রদ্ধা আসে না।'

রামচরিতমানসের প্রাসঙ্গিকতা এখনও কতটা জীবন্ত

সন্ত তুলসীদাসের লেখা রামচরিতমানসে এই চরণটি আসে সেই সময়, যখন রামচন্দ্র সমুদ্রকে পথ দেওয়ার জন্য তিনদিন ধরে অনুনয়-বিনয় করে চলেছেন। কিন্তু নিরুত্তর সমুদ্র কোনও সাড়া দেয় না। অবশেষে রামচন্দ্র রাগে ফেটে পড়ে বলেন, ভয় না থাকলে কেউ কথা শোনে না। তিনি লক্ষ্মণকে নির্দেশ দেন ধনুষ-বাণ আনতে, সমুদ্র শুকিয়ে দেওয়ার হুমকি দেন। সেই ভয়েই সমুদ্র পথ করে দেয় রামের জন্য।

সেই সঙ্গেই আরেকটি চরণ উঠে আসে— 'সঠ সন বিনয়, কুটিল সন প্রীতি, সহজ কৃপণ সন সুন্দর নীতি।' অর্থাৎ, মূর্খের সঙ্গে নম্রতা, কুটিলের সঙ্গে প্রীতি, আর কৃপণের সঙ্গে নীতির আশায় থাকা, এ সবই বৃথা। সেনার তরফে এই বার্তার তাৎপর্য একেবারে স্পষ্ট, শান্তির পথে ভারত প্রথমে হাঁটলেও, সীমান্তপারের কুটিলতা ও সন্ত্রাসে বাধা দিলে তার জবাব ‘ভয়ের ভাষায়’ই দেওয়া হবে।

অপারেশন সিঁদুর: শান্তির বার্তা না যুদ্ধের হুঁশিয়ারি?

২২ এপ্রিল, পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ভারতীয় সেনা জওয়ানদের শহিদ হওয়ার পর থেকেই উপত্যকায় উত্তেজনা চরমে ওঠে। ভারত অভিযানে নামে, নাম ‘অপারেশন সিঁদুর’। সীমান্ত পেরিয়ে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিকে লক্ষ্য করে চালানো হয় নিশানা। পাল্টা পাকিস্তানও হালকা পাল্টা প্রতিক্রিয়া দেখায়, তবে ভারতীয় সেনা তা প্রতিহত করে। এই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর মুখপাত্রদের ভাষায় বারবার উঠে এল প্রস্তুতির কথা, যে কোনও পরবর্তী হামলার জন্য ভারত তৈরি। আর এই প্রস্তুতির সঙ্গে ‘ভয়’ ও ‘প্রতিরোধ’—এই দুটো শব্দ যেন বারবার মাথা তুলল।

Advertisement

কবিতা-দোহায় মুড়ে কূটনীতির বার্তা

এই প্রেস ব্রিফিংয়ে শুধু তুলসীদাস নন, উঠে আসে কবি রামধারী সিং দিনকরের লাইনও— “যব নাশ মনুজ পার ছাতা হ্যায়, পহেলে বিবেক মর জাতা হ্যায়। ” অর্থাৎ, মানুষের উপর যখন সর্বনাশ নেমে আসে, তখন আগে বিবেকই মরে যায়।

ভারতীয় সেনার অপারেশন সিঁদুর শুধুই প্রতিশোধ নয়, এটা এক কঠিন বার্তা—শান্তি চাই, কিন্তু দুর্বলতা নয়। আর সেই বার্তা পৌঁছেছে শতাব্দী প্রাচীন কবিতার ভাষায়, যা আজও আমাদের মনে করিয়ে দেয়—ভয় ছাড়া প্রীতি হয় না।

Read more!
Advertisement
Advertisement