Advertisement

এখনও চলছে Operation Sindoor, ৯ জঙ্গিঘাঁটি ধ্বংস, লিস্টে আরও ১২

বৃহস্পতিবার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে বসে সর্বদলীয় বৈঠক। অপারেশন সিঁদুরে ৯টি  জঙ্গি ঘাঁটিতে নির্ভুল আক্রমণ শানিয়েছে ভারতীয় সেনা। ১০০ জনের বেশি জঙ্গি নিহত। 

অপারেশন সিঁদুরঅপারেশন সিঁদুর
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 May 2025,
  • अपडेटेड 1:50 PM IST
  • অপারেশন সিঁদুরে পাকিস্তানের ৯টি সন্ত্রাসী ঘাঁটিতে আক্রমণ শানায় ভারত।
  • পাকিস্তানে আরও ১২টি আস্তানার তালিকাও প্রস্তুত।

অপারেশন সিঁদুর এখনও চলছে। সর্বদলীয় বৈঠকে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। বৃহস্পতিবার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে বসে সর্বদলীয় বৈঠক। ওই বৈঠকে সরকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রীকে 'অপারেশন সিঁদুর' সম্পর্কে অবহিত করা হয়। সরকার জানিয়েছে, অপারেশন সিঁদুরে ৯টি জঙ্গি ঘাঁটিতে আক্রমণ শানিয়েছে ভারতীয় সেনা। ১০০ জনের বেশি জঙ্গি নিহত হয়েছে। 

সরকারি সূত্রের খবর, অপারেশন সিঁদুরে ৯টি সন্ত্রাসী ঘাঁটিতে বেছে বেছে হামলা চালানো হয়েছে। মারা গিয়েছে ১০০ জঙ্গি। সর্বদল বৈঠকে সরকার অবস্থান স্পষ্ট করে দিয়েছে, পাকিস্তান হামলা চালাতে তার পাল্টা দেওয়া হবে। ভারত পিছু হঠবে না। 

সরকারের পাশে বিরোধীরা যেভাবে দাঁড়িয়েছে, সে নিয়ে সন্তোষপ্রকাশ করেছেন কিরেন রিজিজু। তাঁর কথায়,'সরকারের অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে বিরোধীদের। এই ঘটনায় বিরোধীরা বিচক্ষণতা দেখিয়েছে'। 

অপারেশন সিঁদুরে পাকিস্তানের ৯টি সন্ত্রাসী ঘাঁটিতে আক্রমণ শানায় ভারত। এখনও পর্যন্ত খবর, পাকিস্তানে আরও ১২টি আস্তানার তালিকাও প্রস্তুত। পাক অধিকৃত কাশ্মীর থেকে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদের শিকড় নির্মূল করার জন্য চলছে অভিযান'।

ভারতের অপারেশন সিঁদুরের পর চাপে পাকিস্তান। লাহোরে ধারাবাহিক বিস্ফোরণের পর আজ সকাল থেকেই বিশৃঙ্খলার পরিবেশ। অপারেশন সিঁদুরের মতো আর একটি সামরিক অভিযানের ভয় পাচ্ছে পাকিস্তান। ভারত এখনও পর্যন্ত মাত্র ৯টি সন্ত্রাসী ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে। ভারত স্পষ্ট করে দিয়েছে যে তারা সন্ত্রাসবাদের অবশিষ্ট ঘাঁটিও নির্মূল করবে। ভারতের সীমান্তবর্তী এলাকার সুরক্ষায় জোর দেওয়া হয়েছে। 

Read more!
Advertisement
Advertisement