Advertisement

India Attack Pakistan Lashkar-e-Taiba base destroyed: সেই জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত, এখান থেকেই কাশ্মীরে জঙ্গি পাঠাত লস্কর-এ-তৈবা

India Attack Pakistan Lashkar-e-Taiba base destroyed: ভারতের ‘অপারেশন সিন্দূর’-এ পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বারনালায় লস্কর-ই-তৈয়বার ঘাঁটি ‘মারকাজ আহলে হাদীস’ ধ্বংস হয়েছে। এই ঘাঁটি থেকে পুঞ্চ-রাজৌরি সেক্টরে সন্ত্রাসী অনুপ্রবেশ পরিচালিত হতো। ভারতের নিখুঁত হামলা সন্ত্রাস দমন প্রচেষ্টায় কড়া বার্তা দিলো।

এই জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত, এখান থেকেই কাশ্মীরে জঙ্গি পাঠাত লস্কর-এ-তৈবাএই জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত, এখান থেকেই কাশ্মীরে জঙ্গি পাঠাত লস্কর-এ-তৈবা
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 08 May 2025,
  • अपडेटेड 4:45 PM IST

India Attack Pakistan Lashkar-e-Taiba base destroyed: ভারতের সামরিক বাহিনী 'অপারেশন সিঁদুর' নামে একটি গোপন বিমান অভিযান চালিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (PoK) ভিম্বার জেলার বারনালা শহরের কাছের 'মারকাজ আহলে হাদিস' নামক একটি সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস করেছে।

এই ঘাঁটিটি মূলত লস্কর-ই-তৈয়বার ফরোয়ার্ড অপারেটিং বেস ছিল। এখান থেকে কাশ্মীরের পুঞ্চ, রাজৌরি ও রেয়াসি সেক্টরে সন্ত্রাসী অনুপ্রবেশ পরিচালিত হতো।

এই ভবনটি বাইরে থেকে একটি ধর্মীয় প্রতিষ্ঠানের মতো মনে হলেও, এর ভেতরে সন্ত্রাসী প্রশিক্ষণ ও কার্যক্রম পরিচালিত হতো। ভারতীয় সেনার নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলায় ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

আরও পড়ুন

এই অভিযানে একাধিক জঙ্গি সংগঠনের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়, যার মধ্যে লস্কর-ই-তৈয়বা, হিজবুল মুজাহিদিন এবং জইশ-ই-মোহাম্মদের ঘাঁটিও ছিল। ভারতের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে প্রশংসিত হচ্ছে এবং এটি ভারতের সন্ত্রাস বিরোধী জিরো টলারেন্স নীতির প্রতিফলন।

সরকার আরও জানিয়েছে যে কেন্দ্রীয় লস্কর/জামায়াত নেতারা লস্কর/জামায়াত-উদ-দাওয়া/জম্মু ও কাশ্মীর ইউনাইটেড মুভমেন্টের সন্ত্রাসী কার্যকলাপ সংগঠিত ও পর্যবেক্ষণ করার জন্য এই স্থানে যেতেন। আমরা জানিয়ে দিই যে, লস্করকে বিভিন্ন দেশ সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করেছে। ২০০১ সালে যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র ২০০২ সালে ভারত এবং ২০০৩ সালে অস্ট্রেলিয়া এটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। অধিকন্তু, মুম্বই হামলার (২০০৮) পর, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১২৬৭ নম্বর প্রস্তাব দ্বারা প্রতিষ্ঠিত একীভূত তালিকায় এলইটি-কে রাখা হয়।

 

Read more!
Advertisement
Advertisement