Advertisement

দেশের বিভিন্ন স্থান অন্ধকার করে মক ড্রিল, ১৩ দেশকে Operation Sindoor-এর তথ্য দিল ভারত

বুধবার নয়াদিল্লিতে ১৩ জন বিদেশি রাষ্ট্রদূতকে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী শিবিরগুলিতে ভারতের নির্ভুল হামলা সম্পর্কে অবহিত করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি।

দেশের বিভিন্ন স্থানে ব্ল্যাকআউট (MetaAi)দেশের বিভিন্ন স্থানে ব্ল্যাকআউট (MetaAi)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 May 2025,
  • अपडेटेड 10:43 PM IST

বিহারের পাটনা এবং উত্তরপ্রদেশের রাজধানী লখনউ-সহ দেশের বিভিন্ন জায়গায় চলল মক ড্রিল। ব্ল্যাকআউট হল বহু এলাকা।  দিল্লির ভিভিআইপি এলাকা লুটিয়েন্সেও রাত ৮টা থেকে রাত ৮:১৫ পর্যন্ত ইলেকট্রিক ছিল না। দেশজুড়ে নাগরিক নিরাপত্তায় মক ড্রিলের অংশ হিসেবে এই পদক্ষেপ করা হয়েছিল। নয়াদিল্লি পুরসভা বিবৃতি জারি করে মক ড্রিলের বিষয়ে জানিয়েছে।

তবে দিল্লিতে কিছু গুরুত্বপূর্ণ স্থানকে এই ব্ল্যাকআউট ড্রিল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এর মধ্যে ছিল হাসপাতাল, ডিসপেনসারি, রাষ্ট্রপতি ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও), মেট্রো স্টেশন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অফিস। এই স্থানগুলিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল।

এদিকে বুধবার নয়াদিল্লিতে ১৩ জন বিদেশি রাষ্ট্রদূতকে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী শিবিরগুলিতে ভারতের নির্ভুল হামলা সম্পর্কে অবহিত করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। বিদেশ সচিব বিদেশী রাষ্ট্রদূতদের সব প্রশ্নের উত্তর দেন। পাকিস্তানের কাছ থেকে প্রতিশোধের সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বিক্রম মিশ্রি বলেন যে পাকিস্তান প্রত্যাঘাত করলে তার জবাব দেবে ভারত।

আরও পড়ুন

ভারতের বিমান হামলা সম্পর্কে জানতে চাইলে মিশ্রী বলেন, পাহেলগাঁ গণহত্যার প্রত্যাঘাত করহেছে ভারত। ২৬ জন নিরীহ নাগরিক নিহত হয়েছেন। অপারেশন সিন্দুরে লক্ষ্যবস্তু ছিল সন্ত্রাসী শিবির। ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বায়ুসেনার মিলিত আক্রমণে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে অবস্থিত মোট নয়টি জঙ্গি শিবিরে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন মিশ্রি।

Read more!
Advertisement
Advertisement