Advertisement

India Pakistan News: পহেলগাঁওয়ে পাপের ঘড়া পূর্ণ, পাকিস্তানের 'জাত চেনালেন' DGMO জেনারেল ঘাই

পাকিস্তানকে ধুয়ে দিলেন ভারতীয় সেনার DGMO রাজীব ঘাই। তাঁর কথায়, 'পাকিস্তানের পাপের ঘড়া পূর্ণ হয়ে গিয়েছিল। তারপর ভারত স্ট্রাইক করেছে। যা সকলেই দেখেছেন'। আর কী কী বললেন অপারেশন চিফ। জঙ্গিদের বদলে যাওয়া চরিত্র নিয়েও ব্যাখ্যা দিলেন তিনি।

Indian Army DGMO Indian Army DGMO
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 12 May 2025,
  • अपडेटेड 3:47 PM IST
  • 'পাকিস্তানের পাপের ঘড়া পূর্ণ হয়ে গিয়েছে'
  • পহেলগাঁও অ্যাটাক নিয়ে পাকিস্তানকে ধুয়ে দিলেন DGMO
  • জঙ্গিদের বদলে যাওয়া চরিত্র নিয়ে ব্যাখ্যা দিলেন

'পাপের ঘড়া পূর্ণ হয়েছে পাকিস্তানের...।' বিকেলেই রয়েছে ভারত এবং পাকিস্তানের DGMO স্তরের বৈঠক। তার আগে সোমবার দুপুরে ফের একবার 'অপারেশন সিঁদুর' নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন তিন বাহিনীর অপারেশন চিফেরা। সেখানে ভারতীয় সেনার DGMO (Director General Of Military Operation) লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাইয়ের মুখে পাকিস্তান সম্পর্কে শোনা যায় এই মন্তব্য। তিনি বলেন, 'আমাদের ডিফেন্স সিস্টেম প্রস্তুত ছিল। দুর্ভেদ্য সেই এয়ার ডিফেন্স সিস্টেম ভেদ করতেই পারেনি পাকিস্তান'।

লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই আরও বলেন, 'সন্ত্রাসবাদীদের গতিবিধিতে পরিবর্তন এসেছে। আমাদের সামরিক ঘাঁটিগুলির পাশাপাশি নিরীহ নাগরিকদের উপরও হামলা করছিল ওরা। ২০২৪ সালে জম্মুতে শিবখেরি মন্দিরে যাওয়ার সময়ে তীর্থযাত্রীদের উপর হামলা থেকে শুরু করে এ বছর পহেলগাঁওতে পর্যটকদের হত্যা, ভয়ঙ্কর ট্রেন্ড তৈরি করা হয়েছে। পহেলগাঁও পর্যন্ত পাপের ঘড়া পূর্ণ হয়ে গিয়েছিল। এরপর আমরা স্ট্রাইক করেছি। যা সকলে দেখেছেন।'

তিন সেনার অফিসাররাই জানিয়েছেন, পাকিস্তানের তরফ থেকে হামলার আশঙ্কা ছিল ফলে সম্পূর্ণরূপে প্রস্তুত রাখা হয়েছিল এয়ার ডিফেন্স ফোর্সকে। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়ালের মতো রক্ষা করেছে দেশক। হামলার প্রত্যাশা ছিল এবং তার জন্য সেনা প্রস্তুতি চূড়ান্ত রেখেছিল বলেও জানালেন সেনা অফিসাররা। DGMO-র কথায়, 'যব হঁসলে বুলন্দ হো তো মঞ্জিল ভি কদম চুমতি হ্যায়।' 

 

Read more!
Advertisement
Advertisement