ভারতের সামরিক শক্তির নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে অপারেশন সিঁদুর। এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বাদল অধিবেশন শুরুর আগে তিনি জানালেন, এই অভিযান ভারতের প্রতিরক্ষা ও স্ট্র্যাটেজিক শক্তির পরিচয় দিয়েছে। বিশ্বের কাছে ভারতের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে বলেও দাবি করেন। প্রধানমন্ত্রী বলেন, 'অপারেশন সিঁদুরে সন্ত্রাসের মদতদাতাদের ঘরবাড়ি মাত্র ২২ মিনিটের মধ্যে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বিশ্ব দেখে নিয়েছে যে, এই নতুন ভারত সামরিকভাবে ঠিক কতটা সক্ষম। ‘মেড ইন ইন্ডিয়া’ অস্ত্রের প্রতি এখন বিশ্বের আগ্রহ বাড়ছে। আমি যখন বিদেশ সফরে যাই, তখন সবাই ভারতের তৈরি অস্ত্রের বিষয়ে জানতে চান।'
প্রধানমন্ত্রীর দাবি, অপারেশন সিঁদুরে ভারতের তৈরি অস্ত্রই ব্যবহৃত হয়েছে। তিনি বলেন, এই অভিযানের মাধ্যমে গোটা বিশ্ব ভারতের শক্তি ঠিক কতটা, তা টের পেয়েছে।
এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, 'অপারেশন সিঁদুর ভারতের সুরক্ষা নীতিতে পরিবর্তনের প্রতীক। আমাদের সেনাবাহিনী এখন আরও দ্রুত, আরও নির্ভুল ভাবে কাজ করতে সক্ষম। এই সফল অভিযানের মাধ্যমে বিশ্ব জানতে পেরেছে, ভারত নিজের স্বার্থ রক্ষার পাশাপাশি বিশ্ব শান্তি রক্ষার্থেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে।'
বাদল অধিবেশন নিয়ে এদিন প্রধানমন্ত্রী মোদী বলেন, 'এবারের অধিবেশন ভারতের জন্য গর্বের মুহূর্ত। আমরা দেখেছি, শুভাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছেছেন। ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে এটি এক অনন্য অধ্যায়।' তিনি মনে করিয়ে দেন, এই সাফল্য ভারতের প্রযুক্তিগত অগ্রগতিরই ইঙ্গিত।
এছাড়া, প্রধানমন্ত্রী মোদী জানান, মহাকাশ অভিযান ও অপারেশন সিঁদুরের সাফল্য, সব মিলিয়ে ভারতজুড়ে চলছে বিজয়োৎসবের মেজাজ। বাদল অধিবেশনে সেই সাফল্যের কথাই দেশবাসীর কাছে তুলে ধরার বার্তা দেন তিনি।
বিশ্লেষকদের মতে, ভারতের সামরিক কৌশল এবং মহাকাশ গবেষণার এই অগ্রগতি আগামিদিনে রাজনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।