
বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের। মৃত্যু হয়েছে দুর্ঘটনাগ্রস্ত বিমানে থাকা আরও পাঁচ যাত্রীর। মহারাষ্ট্রের বারামতি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, অবতরণের চেষ্টা করার সময়ই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। মুম্বই থেকে একটি অনুষ্ঠানে যোগ দিতে বারামতির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন অজিত পাওয়ার।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অবতরণের সময় কোনও যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। যদিও আসল কারণ এখনও স্পষ্ট নয়। এই দুর্ঘটনায় অজিত পাওয়ারসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে বলে খবর।
ভিএসআর পরিচালিত লিয়ারজেট-৪৫ বিমান
অজিত পাওয়ার যে বিমানে সফর করছিলেন, সেটি ছিল ভিএসআর অপারেটরের একটি লিয়ারজেট-৪৫ বিমান (রেজিস্ট্রেশন নম্বর ভিটি-এসএসকে)। বিমানে ছিলেন উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, তাঁর একজন পিএসও, একজন অ্যাটেনডেন্ট এবং দুইজন বিমানকর্মী, পাইলট-ইন-কমান্ড ও ফার্স্ট অফিসার। দুর্ঘটনার পর বিমানে থাকা কেউই বেঁচে নেই বলে জানা গেছে।
বিমানটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন সাহিল মদন এবং ক্যাপ্টেন যশ। এই দুর্ঘটনায় দুই পাইলটেরও মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনাস্থলের প্রথম দৃশ্য
দুর্ঘটনাস্থল থেকে প্রকাশিত প্রথম ভিডিওতে দেখা যাচ্ছে, বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে রয়েছে বিমানের ধ্বংসাবশেষ। দূর থেকে ধোঁয়া উঠছে। এবং বিমানটি কার্যত পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। অজিত পাওয়ারের সঙ্গে বিমানে আরও তিনজন ছিলেন। ঘটনার খবর পেয়ে সুপ্রিয়া সুলে বারামতির উদ্দেশ্যে রওনা হয়েছেন।
অবতরণের সময় নিয়ন্ত্রণ হারানোর ইঙ্গিত
বারামতি গ্রামীণ পুলিশের সুপার সন্দীপ সিং জানান, 'বারামতি বিমানবন্দরে অবতরণের সময় একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে। বিমানের ক্রু সদস্যরাও এতে জড়িত ছিলেন। ইতিমধ্যে তিনটি মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিত হলে বিস্তারিত জানানো হবে।'
তিনি আরও বলেন, 'প্রাথমিকভাবে জানা গেছে যে অবতরণের সময় বিমানের নিয়ন্ত্রণে কিছু সমস্যা দেখা দেয়। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।'