Advertisement

Suvendu Adhikari: গণপিটুনি-ভোট পরবর্তী হিংসা নিয়ে শাহ-শুভেন্দুর বৈঠক, একইদিনে সাক্ষাৎ অর্থমন্ত্রী নির্মলার সঙ্গেও

রাজ্যে একের পর গণপিটুনি, ভোট পরবর্তী হিংসা সহ একগুচ্ছ অভিযোগ নিয়ে দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লোকসভা নির্বাচনের পর এই প্রথম সাক্ষাৎ হল শাহ-শুভেন্দুর। বৃহস্পতিবার শুধু শাহ নন, অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গেও সাক্ষাৎ করেন শুভেন্দু। এদিন ট্যুইট করে সেই ছবি প্রকাশ করেন বিরোধী দলনেতা।

অমিত শাহ-শুভেন্দু অধিকারীঅমিত শাহ-শুভেন্দু অধিকারী
Aajtak Bangla
  • দিল্লি,
  • 11 Jul 2024,
  • अपडेटेड 8:20 PM IST

রাজ্যে একের পর গণপিটুনি, ভোট পরবর্তী হিংসা সহ একগুচ্ছ অভিযোগ নিয়ে দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লোকসভা নির্বাচনের পর এই প্রথম সাক্ষাৎ হল শাহ-শুভেন্দুর। বৃহস্পতিবার শুধু শাহ নন, অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গেও সাক্ষাৎ করেন শুভেন্দু। এদিন ট্যুইট করে সেই ছবি প্রকাশ করেন বিরোধী দলনেতা।

গণপিটুনি, কামারহাটি, আড়িয়াদহ, চোপড়ায় তৃণমূল নেতা তাজিমুল ওরফে জেসিবি এবং জয়ন্ত সিংয়ের মহিলাদের ওপর সংঘটিত অত্যাচারের কথা বলেন। ভোট পরবর্তী অশান্তি নিয়েও শাহকে নালিশ করেন শুভেন্দু। ইউএসবি ড্রাইভে শাহকে চোপড়ায় জনসমক্ষে মারধর ঘটনার ভিডিও ফুটেজ সহ আড়িয়াদহের ঘটনা। তিনি জানান, ‘অত্যাচারিত’দের পাশে থাকার আশ্বাস দিয়েছেন শাহ। রাজ্যে পর পর গণপিটুনির (Lynching) জেরে মৃত্যুর ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন শাহ। এ বিষয়ে বিরোধী দলনেতা কিছু তথ্য তাঁকে দিয়েছেন।

এদিন নির্মলা সীতারমনের সঙ্গে দেখা করেও পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়ন ও কল্যাণ তহবিলের ইচ্ছাকৃত অপব্যবহার এবং ভবিষ্যতে অপব্যবহারের সম্ভাবনার দিকে দৃষ্টি আকর্ষণ করেন শুভেন্দু। 

গত ৪ জুন লোকসভা নির্বাচনের ফলঘোষণা হয়েছে। তার এক মাস পর দিল্লি গিয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন শুভেন্দু অধিকারী। নির্বাচনেরর ফলের পর রাজ্য বিজেপির ফল আশানুরুপ হয়নি। তারপর থেকেই শুরু হয় ভোট পরবর্তী হিংসা। এ নিয়ে আগেই সরব হন শুভেন্দু। এবার এ সংক্রান্ত সমস্ত রিপোর্ট জমা দিয়ে এলেন তিনি।

Read more!
Advertisement
Advertisement