Advertisement

ধনখড়ের পরে কে? TMC চাইছে অরাজনৈতিক ব্যক্তি, উপরাষ্ট্রপতি ভোটে INDIA জোটের সম্ভাব্য ৩ প্রার্থী

মঙ্গলবারই ঘোষণা হয়ে যেতে পারে INDIA ব্লকের উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম। দৌড়ে রয়েছেন ৩ জন। কার নামে সিলমোহর পড়তে পারে? তৃণমূলের পক্ষ থেকে কার নাম প্রস্তাব করা হয়েছে?

কে হবেন বিরোধীদের উপরাষ্ট্রপতি মুখ? কে হবেন বিরোধীদের উপরাষ্ট্রপতি মুখ?
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 19 Aug 2025,
  • अपडेटेड 9:53 AM IST
  • মঙ্গলেই ঘোষণা INDIA-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম?
  • খাড়গের বাসভবনে ১২.৩০ থেকে বিরোধীদের বৈঠক
  • তৃণমূলের পক্ষ থেকে কার নাম প্রস্তাব করা হল?

মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বেছে নিয়েছে NDA। এবার পালা INDIA-র। এখনও পর্যন্ত কারও নাম উপরাষ্ট্রপতি পদের জন্য ঘোষণা করেনি বিরোধীরা। INDIA  জোটের দলগুলি সর্বসম্মতিক্রমে একজনের নাম প্রস্তাব করতে পারে মঙ্গলবারই, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। ৩টি নাম ভেসে এসেছে। তালিকায় কারা? তৃণমূল কার নাম প্রস্তাব করেছে? 

জানা গিয়েছে, উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণার আগে এদিন দুপুর ১২.৩০ নাগাদ INDIA জোটের দলগুলির প্রতিনিধিরা বৈঠকে বসবেন। মল্লিকার্জুন খাড়গের দিল্লির বাসভবনে এই বৈঠক হবে। সেখানেই একটি নামে সিলমোহর দেবেন জোটের নেতারা। 

কোন কোন ব্যক্তিকে নিয়ে চলছে জল্পনা?
সূত্রের খবর, INDIA ব্লকের শীর্ষ নেতৃত্ব একাধিক নাম নিয়ে চর্চা করেছেন। তালিকায় রয়েছেন ইসরোর অবসরপ্রাপ্ত বিজ্ঞানী মৈলস্বামী আন্নাদুরাই। যিনি চন্দ্রযান-১ প্রযেক্টে অন্যতম বড় ভূমিকা পালন করেছিলেন। বিরোধীরা চাইছেন,এবারের উপরাষ্ট্রপতি নির্বাচনকে সংবিধান এবং গণতন্ত্র বাঁচাও অভিযান হিসেবে দেখা হোক। 

যে নামগুলি নিয়ে চর্চা হচ্ছে তার মধ্যে একজন হলেন, তামিনলাড়ুর DMK সাংসদ তিরুচি সিবা। 

এছাড়াও মহাত্মা গান্ধীর নাতির ছেলে তথা ইতিহাসবিদ তুষার গান্ধীর নামও উঠে এসেছে চর্চায়। 

পাশাপাশি মহারাষ্ট্রের এক দলিত বুদ্ধিজীবীকেও উপরাষ্ট্রপতি নির্বাচনের লড়াইয়ে দাঁড় করাতে পারে INDIA জোট। সূত্র মারফত এমন খবরও পাওয়া যাচ্ছে। 

কী প্রস্তাব তৃণমূলের?
বাংলার শাসকদল আশাবাদী, মঙ্গলবারই ঘোষণা করা হবে INDIA জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম। তৃণমূলের কথায়, এই উপরাষ্ট্রপতি নির্বাচন সংবিধান বাঁচানো তথা ভারত বনাম BJP/RSS-এর আদর্শের লড়াই। ফলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে শক্তিশালী প্রার্থী দাঁড় করানো হোক, এমনটাই চাইছেন মমতা-অভিষেকরা। তবে জোড়াফুল নেতৃত্ব চাইছে, এমন কাউকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করা হোক যিনি অরাজনৈতিক। 

 

Read more!
Advertisement
Advertisement