আমাদের 'ফেভারিট' রাহুল গান্ধীকে ধন্যবাদ। বেঙ্গালুরুতে জোট বৈঠক শেষে এমনটাই বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত কেন্দ্রবিরোধী নেতাদের নাম নেওয়ার সময়েই রাহুলকে এমনটা বলেন মুখ্যমন্ত্রী।
বেঙ্গালুরুতে এদিন ২৬টি রাজনৈতিক দলের নেতৃবন্দ যোগ দেন। আলোচনা শেষে বিরোধীরা এই জোটের নাম রেখেছে - 'INDIA' বা 'ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স'। ১৮ তারিখ বেঙ্গালুরুর বৈঠকের দ্বিতীয় ও শেষ দিন ছিল। সেখানে জোটের নামকরণ করা হয়। এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, নীতীশ কুমার, লালু প্রসাদ যাদবরা যোগ দেন।
বৈঠক শেষে সমস্ত নেতাদের যোগদানের জন্য ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়েই তিনি বলেন, 'আমাদের প্রিয় রাহুল গান্ধীকে ধন্যবাদ জানাই। আজকের বৈঠক খুব ভাল হয়েছে। গঠনমূলক হয়েছে। আর আজ থেকে আমাদের আসল লড়াই শুরু হল।'
মমতা জানালেন, 'আজকের জোটে ২৬ দলের মিটিং হল। আগে UPA, NDA-র নাম শুনেছেন। কিন্তু এখন তার অস্তিত্ব নেই। বর্তমান সরকারের একটাই কাজ। তা হল সরকার কিনে নেওয়া। আজ আমরা একটি চ্যালেঞ্জ নিয়েছি।
এরপর তিনি বলেন, 'এই জোটের নাম ইন্ডিয়া। NDA আপনারা কি INDIA-কে চ্যালেঞ্জ করতে পারবেন? আমরা কৃষক, দলিতদের জন্য, বড় অর্থনীতির জন্য তথা দেশের জন্য লড়াই করব।'
মমতা জানান, 'সমস্ত প্রচার, লড়াই INDIA ব্যানারের অধীনে হবে। ভারতকে বিপর্যয়ের থেকে রক্ষা করার লড়াই এটি। ভারতকে বাঁচাতে হবে। এরা ভারত দেশ বিক্রির ব্যবসা করছে। আজ কোনও নিরপেক্ষ এজেন্সিকে কাজ করতে দেওয়া হয় না। বিরোধীদের বিরুদ্ধে তাদের ব্যবহার করা হচ্ছে। আর খালি বলে ৩৫৫ ধারা করবে। আমরা আজ রাজনৈতিকভাবে ৪২০ করে দিয়েছি।'
সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, 'সব দলগুলি এরপর মহারাষ্ট্রে মিলিত হবে। তখন কমিটি গঠনের বিষয়ে কাজ হবে। সেগুলি, দিনক্ষণ পরে জানিয়ে দেবেন খাড়গেজী(মল্লিকার্জুন)।'