Advertisement

SIR পর্বে প্রথম দিনেই ১৫ লাখের বেশি ফর্ম বিলি, BLO-র সঙ্গে কীভাবে সরাসরি কথা বলবেন? ECInet App-এ 'Book a Call'

ECInet App এর মাধ্যমে BLOর সঙ্গে সরাসরি কথা বলার জন্য ‘Book-a-Call’ সুবিধাও চালু করা হয়েছে। সাহায্যের জন্য স্থানীয় STD কোড সহ ১৯৫০ নম্বরে কল করেও তথ্য জানা যাবে।

আপনার এলাকার BLO  পরিচয় থেকে ফোন নম্বরআপনার এলাকার BLO পরিচয় থেকে ফোন নম্বর
সঞ্জয় শর্মা
  • নয়াদিল্লি,
  • 05 Nov 2025,
  • अपडेटेड 9:37 AM IST
  • এই সব রাজ্যেই ফর্ম বিলি চলছে
  • দেশের ৩২১ জেলা ও ১ হাজার ৮৪৩টি বিধানসভা কেন্দ্রে একযোগে
  • অনলাইনে কীভাবে তথ্য যাচাই করবেন? 

SIR পর্বের দ্বিতীয় পর্বে পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্যে প্রথম দিনে ১৫ লক্ষের বেশি এনুমারেশন ফর্ম বিলি করা হল বাড়িতে বাড়িতে। এই পর্যায়ে ৯টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে ভোটার তালিকায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। আজ অর্থাত্‍ বুধবার দ্বিতীয় দিন। পশ্চিমবঙ্গেও জেলায় জেলায় BLO রা ঘুরছেন ও বাড়িতে ফর্ম বিলি করছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, আরও অনেক ফর্ম বিলির আপডেট পৌঁছাচ্ছে কমিশনের অফিসে, তাই সংখ্যাটা আরও বেশি হয়ে যাবে প্রথম দিনেই।

এই সব রাজ্যেই ফর্ম বিলি চলছে

সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ ও ২১ নম্বর ধারা অনুযায়ী নির্বাচন কমিশনের নির্দেশ মতো, ছত্তীসগড়, গোয়া, গুজরাত, কেরল, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চল, অন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ ও পুদুচেরিতে SIR শুরু হয়েছে। এই সব রাজ্যেই ফর্ম বিলি চলছে।

দেশের ৩২১ জেলা ও ১ হাজার ৮৪৩টি বিধানসভা কেন্দ্রে একযোগে

কমিশন সূত্রের খবর, মোট ৫১ কোটি ভোটারকে অন্তর্ভুক্ত করে ফর্ম বিলি চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত।  দেশের ৩২১ জেলা ও ১ হাজার ৮৪৩টি বিধানসভা কেন্দ্রে একযোগে চলবে। ২৭ অক্টোবর পর্যন্ত সংশ্লিষ্ট রাজ্যের ভোটার তালিকায় যাঁদের নাম আছে, তাঁদের প্রত্যেককে একটি বিশেষ এনুমারেশন ফর্ম দেওয়া হচ্ছে। এই ফর্মটি আংশিকভাবে আগে থেকেই পূর্ণ থাকবে। BLO রা ফর্ম বিতরণ ও সংগ্রহের জন্য কমপক্ষে তিনবার ঘরে ঘরে যাবেন।

ফর্ম বিলি করার জন্য প্রায় সাড়ে ৫ লক্ষ BLO কে ফিল্ডে নামিয়েছে কমিশন। এছাড়া রয়েছেন ৭ লক্ষ ৬৪ হাজার বুথ লেভেল এজেন্ট বা BLA এবং ১০ হাজার ৪৪৮ জন ERO/AER। ৩২১ জন জেলা নির্বাচনী আধিকারিক থাকছেন। 

অনলাইনে কীভাবে তথ্য যাচাই করবেন? 

ভোটাররা নিজেদের নাম বা পরিবারের সদস্যদের নাম https://voters.eci.gov.in/ ওয়েবসাইটে গিয়ে যাচাই করতে পারবেন। ২০০২ সালের ভোটার তালিকা পেয়ে যাবেন https://voters.eci.gov.in/ সাইটে। তাছাড়া ECInet App এর মাধ্যমে BLOর সঙ্গে সরাসরি কথা বলার জন্য ‘Book a Call’ সুবিধাও চালু করা হয়েছে। সাহায্যের জন্য স্থানীয় STD কোড সহ ১৯৫০ নম্বরে কল করেও তথ্য জানা যাবে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement