
Padma Award: প্রজাতন্ত্র দিবসের আগেই সামনে এল পদ্ম পুরস্কার ২০২৬ (Padma Awards 2026)-এর একটি প্রাথমিক বা সম্ভাব্য তালিকা। সরকারি সূত্রে পাওয়া এই তালিকায় সাহিত্য, শিক্ষা, সমাজসেবা, চিকিৎসা, শিল্পকলা ও জনকল্যাণের মতো বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা একাধিক বিশিষ্ট ব্যক্তির নাম উঠে এসেছে। তবে সরকারিভাবে চূড়ান্ত তালিকা আজ সন্ধ্যায় প্রকাশ হওয়ার কথা।
কীসের ভিত্তিতে দেওয়া হয় পদ্ম পুরস্কার
পদ্ম পুরস্কার দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান। শিল্প, সাহিত্য, শিক্ষা, খেলাধুলা, চিকিৎসা, বিজ্ঞান, সমাজসেবা-সহ নানা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। এখানে জাতি, ধর্ম, লিঙ্গ, পেশা বা পদমর্যাদার কোনও ভেদাভেদ করা হয় না, এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট মহল।
সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে যাঁদের নাম শোনা যাচ্ছে
প্রাথমিক তালিকা অনুযায়ী সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে যাঁদের নাম উঠে এসেছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য,
অঙ্কে গাভদা, ব্রজলাল ভট্ট, বুধারি থাতি, ভগবান দাস রায়কোয়ার, ধর্মিকলাল চুন্নিলাল পাণ্ডে, ডঃ শ্যাম সুন্দর, চরণ হেমব্রম, কে. পাঝানিভেল।
আরও যাঁদের নাম রয়েছে প্রাথমিক তালিকায়
এছাড়াও বিভিন্ন সূত্রে পাওয়া বিস্তৃত তালিকায় উঠে এসেছে বহু বিশিষ্ট ব্যক্তির নাম। তাঁদের মধ্যে রয়েছেন,
আর্মিড ফার্নান্ডেজ, ভিখল্যা লাডক্যা দিন্ড, চিরঞ্জীলাল যাদব, গফরুদ্দিন মেওয়াতি জোগি, হেইলি ওয়ার, ইন্দরজিৎ সিং সিধু, কৈলাসচন্দ্র পন্ত, খেমরাজ সুন্দরিয়াল, কোল্লাক্কায়িল দেবকী আম্মা, মহেন্দ্র কুমার মিশ্র, নূরউদ্দিন আহমেদ, ডঃ পদ্মা গুরমীত, ডঃ পুণ্যমূর্তি নাটেশন, আর. কৃষ্ণন, রঘুবীর তুকারাম খেদকর, রাম রেড্ডি মামিদি, সিমাঞ্চল পাত্র, সুরেশ হনাগাভাদি, তেক্কি গুবিন, বিশ্ববন্ধু, যুমনাম জাত্রা সিং-সহ আরও অনেকে।
জম্মু ও কাশ্মীর থেকে কারা আলোচনায়
জম্মু ও কাশ্মীর থেকে সমাজসেবায় অবদানের জন্য ব্রিজলাল ভাট এবং সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ কাজের জন্য শফি শওক-এর নাম উঠে এসেছে প্রাথমিক তালিকায়। তাঁদের কাজ দীর্ঘদিন ধরেই জাতীয় স্তরে প্রশংসিত।সব মিলিয়ে, সরকারিভাবে চূড়ান্ত তালিকা প্রকাশের আগে এই প্রাথমিক তালিকা ঘিরে দেশজুড়ে কৌতূহল ও চর্চা তুঙ্গে।