Advertisement

পদ্ম সম্মানের তালিকায় দেশের ১১৯ তারকা, পদ্মবিভূষণ পাচ্ছেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী

এবার ১১৯ জন তারকা পদ্ম সম্মান পেতে চলেছেন। এর মধ্যে রয়েছে ৭ জন পদ্ম বিভূষণ, ১০ জন পদ্মভূষণ এবং ১০২ জন পদ্মশ্রী পুরস্কার পাবেন। আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈকে মরণোত্তর পদ্মভূষণ দেওয়া হবে। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে, গায়ক এসপি বালাসুব্রাহ্মণিয়াম (মরণোত্তর), বালি শিল্পী সুদর্শন সাহু, প্রত্নতাত্ত্বিক বিবি লালকে পদ্মবিভূষণে সম্মানিত করা হবে।

ভারতের ৭২ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে সরকার পদ্ম পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদের নামের তালিকা ঘোষণা করেছে।ভারতের ৭২ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে সরকার পদ্ম পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদের নামের তালিকা ঘোষণা করেছে।
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 25 Jan 2021,
  • अपडेटेड 10:13 PM IST
  • ৭২ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে সরকার পদ্ম পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদের নামের তালিকা ঘোষণা
  • ১৯৯ জন তারকা পদ্ম সম্মান পেতে চলেছেন
  • ৭ জন পদ্ম বিভূষণ, ১০ জন পদ্মভূষণ এবং ১০২ জন পদ্মশ্রী পুরস্কার পাবেন

প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্ম পুরস্কারের তালিকা সোমবার ঘোষণা করা হল। এর অধীনে পদ্ম বিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী তিনটি বিভাগ রয়েছে। ভারতের ৭২ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে সরকার পদ্ম পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদের নামের তালিকা ঘোষণা করেছে।

এবার ১১৯ জন তারকা পদ্ম সম্মান পেতে চলেছেন। এর মধ্যে রয়েছে ৭ জন পদ্ম বিভূষণ, ১০ জন পদ্মভূষণ এবং ১০২ জন পদ্মশ্রী পুরস্কার পাবেন। আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈকে মরণোত্তর পদ্মভূষণ দেওয়া হবে। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে, গায়ক এসপি বালাসুব্রাহ্মণিয়াম (মরণোত্তর), বালি শিল্পী সুদর্শন সাহু, প্রত্নতাত্ত্বিক বিবি লালকে পদ্মবিভূষণে সম্মানিত করা হবে।

পশ্চিমবঙ্গ থেকে পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকায় নাম রয়েছে সাহিত্য এবং শিক্ষাক্ষেত্রে ধর্ম নারায়ণ বর্ম, সুজিত চট্টোপাধ্যায়, জগদীশ চন্দ্র হালদার, শিল্পক্ষেত্রে বীরেন কুমার বসাক, নারায়ণ দেবনাথ, খেলায় টেবিল টেনিস প্লেয়ার মৌমা দাস, সামাজিক কাজে গুরু মা কামালি সোরেন-এর।এরা সকলেই পদ্মশ্রী পাবেন এ বছর।

আরও পড়ুন

এছাড়াও ২০১৪ থেকে ২০১৯ সাল অবধি থাকা লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনকেও পদ্মভূষণ দেওয়া হবে। মরণোত্তর পদ্মভূষণ সম্মান দেওয়া হবে সদ্য প্রয়াত রাম বিলাস পাসওয়ানকেও। বাংলাদেশ থেকে শিল্পক্ষেত্রে নজির গড়ার জন্য পদ্মশ্রী সম্মান দেওয়া হবে সঞ্জিদা খাতুনকে।

Read more!
Advertisement
Advertisement