Pahalgam Attack LIVE Updates: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে, সরকার আজ অর্থাৎ বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক করছে। সরকারি সূত্রের খবর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্ব করতে পারেন। এর পাশাপাশি, আজ নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর উপস্থিত ছিলেন। এই বৈঠকে ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিয়েছে। আজ বৈঠকে কী সিদ্ধান্ত হয়, জানতে নজর রাখুন bangla.aajtak.in-এ।
কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানান, খুবই দুঃজনক ঘটনা। দেশের সবাই অত্যন্ত উদ্বিগ্ন। এই ঘটনার কড়া হাতে মোকাবিলা হবে। কেন্দ্রীয় সরকার বিষয়টি নিয়ে একাধিক পদক্ষেপ করবে।
এ বিষয়ে সরকার বলেছে যে সাধারণত জুন মাসে অমরনাথ যাত্রা শুরু হওয়ার সময় এই পথটি খোলা হয় কারণ অমরনাথ যাত্রার তীর্থযাত্রীরা এই স্থানে বিশ্রাম নেন। এবার স্থানীয় ট্যুর অপারেটররা সরকারকে না জানিয়েই সেখানে পর্যটকদের বুকিং নেওয়া শুরু করে। এবং ২০শে এপ্রিল থেকে আমরা সেখানে পর্যটকদের বুকিং নেওয়া শুরু করে এবং ২০শে এপ্রিল থেকে আমরা সেখানে পর্যটকদের নিয়ে যাওয়া শুরু করে। স্থানীয় কর্তৃপক্ষ এই বিষয়ে অবগত ছিল না এবং তাই সেখানে মোতায়েন করা হয়নি। কারণ এই স্থানে প্রতি বছর জুন মাসে অমরনাথ যাত্রা শুরুর আগে সেনা মোতায়েন করা হয়।
পহেলগাঁওয়ে নিরাপত্তার গাফিলতি ছিল মেনে নিল কেন্দ্রীয় সরকার। অমিত শাহ বৈঠকে বলেন, 'সব ঠিক নেই। সব ঠিক থাকলে কি সর্বদল বৈঠক ডাকা হত?'
সর্বদলীয় বৈঠক শেষে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, 'নিরাপত্তার কোথায় ঘাটতি হল, তা নিয়ে আলোচনা হয়েছে। আমরা সবাই শোকস্তব্ধ। জঙ্গি হামলার নিন্দা করা হয়েছে। দেশের স্বার্থে সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা তাতে সঙ্গ দেব।'
পহেলগাঁও হামলা নিয়ে আমরা সবদল মিলিত হয়েছিলাম। আমরা ঘটনার নিন্দা করেছি। কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠার পক্ষে কথা বলেছি। সেজন্য চেষ্টা চালাতে হবে। সর্বদলীয় বৈঠক শেষে বললেন কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে। রাহুল গান্ধী বলেন, 'সবাই এই হামলার নিন্দা করেছে। সরকার যে যে অ্যাকশন নেবে তা সমর্থন করা হবে।'
কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে রাজনাথ সিংয়ের নেতৃত্বে সর্বদল বৈঠক শেষ হল। বৈঠক চলল ২ ঘণ্টা ধরে।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় জম্মু ও কাশ্মীরেও সর্বদল বৈঠক করা হল। গত মঙ্গলবার পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। মৃত্যু হয়েছে ২৬ জনের।
loc-তে জওয়ানের সংখ্যা বাড়াল পাকিস্তান। সৈন্যদের ব্যাঙ্কারে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ঘন ঘন টহলদারি করতে বলা হয়েছে।
কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিবাদে পথে তৃণমূল কংগ্রেস। মিছিলের নেতৃত্বে তৃণমূল সাংসদ সায়নী ঘোষ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন ইজরায়েলের প্রধানমন্ত্রীর। কাশ্মীরে জঙ্গিহানায় মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।
পহেলগাঁওয়ে পর্যটক হত্যা এবং তার প্রতিক্রিয়ায় পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সংঘাতের আবহে সর্বদল বৈঠক ডেকেছেন নরেন্দ্র মোদী সরকার। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বিভিন্ন দলের শীর্ষ নেতৃত্বকে ‘পরিস্থিতি সম্পর্কে অবগত করবেন’ বলে নর্থ ব্লকের তরফে জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও রয়েছেন বৈঠকে।
জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-র বৈসরণ উপত্যকায় সন্ত্রাসবাদী হামলা ঘটে মঙ্গলবার। এর পর গোটা দেশে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় ২৬ জন পর্যটকের। মঙ্গলবার রাতে স্বপ্নের কাশ্মীর যেভাবে রক্তাক্ত হয়ে মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে, তাতে মর্মাহত সকলে। বাকরুদ্ধ তারকাও বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছেন। এবার এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে কনসার্ট বাতিল করলেন অরিজিৎ সিং। আগামী ২৭ এপ্রিল, অর্থাৎ রবিবার চেন্নাইয়ে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। পহেলগাঁও-র দুর্ভাগ্যজনক ঘটনার জেরে, আয়োজক ও শিল্পী যৌথ ভাবে অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।
জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ক্রমেই কড়া পদক্ষেপের পথে হাঁটছে ভারত। পাকিস্তানের উপর আরও চাপ বাড়াল নয়া দিল্লি। পাক নাগরিকদের দেওয়া সমস্ত ভিসা বৃহস্পতিবার বাতিল করে দেওয়া হল। এমনকী, মেডিক্যাল ভিসার বৈধতার সময়ও বেঁধে দিল মোদী সরকার। এই ভিসার মেয়াদ থাকবে ২৯ এপ্রিল পর্যন্ত।
কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে গোটা দেশজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেই সঙ্গে কেন্দ্র সরকার কড়া সিদ্ধান্ত নিয়েছে। ভারতে আসা সমস্ত পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, তাঁদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভারতে ছেড়ে চলে যেতে বলা হয়েছে। এই সিদ্ধান্তের পর উত্তরপ্রদেশের আলিগড় জেলা প্রশাসনও সতর্ক হয়েছে। প্রশাসনের তথ্য অনুযায়ী, বর্তমানে আলিগড়ে ৫৭ জন পাকিস্তানি নাগরিক রয়েছেন, যাঁরা ভিসা নিয়ে ভারতে এসেছেন। তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ শুরু করেছে প্রশাসন।
পহেলগাঁও হামলা নিয়ে সর্বদলীয় বৈঠক শুরু হচ্ছে। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন কংগ্রেসের রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, তৃণমূল কংগ্রেসের তরফে সুদীপ বন্দ্যোপাধ্যায়, আপ-এর সঞ্জয় সিং সহ বিরোধীরা ঢুকছেন মিটিং রুমে।
সর্বদলীয় বৈঠকের আগে পৃথকভাবে বৈঠক করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও জেপি নাড্ডা।
ভুল করে সীমান্তের ওপারে যেতেই পাকিস্তানি রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ জওয়ান। ঘটনা পঞ্জাবের। সেই জওয়ানকে ভারতে ফেরানোর চেষ্টা চলছে।
সিন্ধু জলচুক্তি স্থগিত হওয়া নিয়ে ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ পাকিস্তানেক। তারা জানিয়েছে, পাকিস্তানের দিকে জলপ্রবাহে বাধা দেওয়ার চেষ্টা হলে সেটিকে যুদ্ধ হিসাবে দেখা হবে। শিমলা চুক্তি-সহ ভারতের সঙ্গে সব দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত রাখা হতে পারে বলেও জানিয়েছে পাকিস্তান।
নিহত বিতান অধিকারীর বাড়িতে গেলেন শুভেন্দু অধিকারী। ডেমোগ্রাফি দেখে কাশ্মীরে যান, বললেন শুভেন্দু। নিহত পর্যটকের পরিবারের পাশে শুভেন্দু।
পহেলগাঁওয়ে জঙ্গিরা যে নৃশংসতার সঙ্গে নিরীহ মানুষকে হত্যা করেছে, তাতে গোটা দেশ শোকাহত। সমগ্র জাতি তাদের শোকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে। এই আক্রমণে, কেউ তাদের ছেলে, ভাই বা স্বামীকে হারিয়েছে। প্রধানমন্ত্রী মোদী বলেন, দেশের শত্রুরা ভারতের আত্মাকে আক্রমণ করার সাহস করেছে। যারা এই হামলা চালিয়েছে, যারা এই হামলার ষড়যন্ত্র করেছে, তাদের শাস্তি তাদের কল্পনার চেয়েও কঠোর হবে। সন্ত্রাসবাদ নির্মূল করার সময় এসেছে।
জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে মধুবনীতে এক জনসভায় ভাষণ দেওয়ার সময়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পহেলগাঁও হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং এক মিনিট নীরবতা পালন করেন। তাঁর বক্তৃতা শুরু করার আগে, প্রধানমন্ত্রী বলেন, আমার বক্তৃতা শুরু করার আগে, আমি আপনাদের সকলকে অনুরোধ করতে চাই, আপনারা যেখানেই থাকুন না কেন, নিজ নিজ স্থানে বসে, ২২শে এপ্রিল আমরা যে পরিবারের সদস্যদের হারিয়েছি তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এক মিনিট নীরবতা পালন করব।
কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারের মধুবনীর সভায় মোদী বললেন, 'এটা শুধু পর্যটকদের উপর হামলা নয়, ভারতের আত্মার উপর হামলা। কাশ্মীরে জঙ্গিরা যেভাবে নিরীহ মানুষদের মেরেছে, তাতে কোটি কোটি দেশবাসী শোকাহত।'
এই জঙ্গি হামলায় কেউ ছেলে হারিয়েছেন, কেউ ভাই হারিয়েছেন, কেউ জীবনসাথী হারিয়েছেন। তাঁদের মধ্যে কেউ বাংলা বলতেন, কেউ মারাঠি ছিলেন, কেউ গুজরাতি ছিলেন। যারা এই হামলা চালিয়েছে, ওদের, হামলার ষড়যন্ত্র করেছে তাদের কল্পনার বাইরেও সাজা দেব। সাজা পেতেই হবে। জঙ্গিদের থাকা জমিও মাটিতে মিশিয়ে দেওয়ার সময় এসেছে।
বিহারের মধুবনীর সভা থেকে কাশ্মীরের নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন প্রধানমন্ত্রীর। অনুষ্ঠানের শুরুতে মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকজ্ঞাপন করেন তিনি। নীরবতা পালন করেন।
জম্মু ও কাশ্মীরে হামলা নিয়ে RAW, IB ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক অমিত শাহর। গতকাল রাতেও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন তিনি।
জম্মু-কাশ্মীরের পহেলগামের জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানের ওপর চাপ আরও বাড়াল ভারত। পাকিস্তানিদের ভিসা বাতিলের পাশাপাশি পাকিস্তানি হাইকমিশনের আধিকারিকদেরও এক সপ্তাহের মধ্যে দেশ ছাড়ার কথা বুধবার সন্ধেতেই জানিয়েছিল ভারতের বিদেশ মন্ত্রক। বুধবার মধ্যরাতে পাক কূটনীতিক সাদ আহমেদ ওয়ারাইচকে ডেকে পাঠিয়ে সরকারিভাবে সে চিঠিও ধরিয়েছিল মন্ত্রক। বৃহস্পতিবার ভোরের আলো ফুটতেই রাজধানীতে পাক হাই কমিশনারের অফিসের সামনে এতদিন পুলিশের যে ব্যারিকেড ছিল, তাও সরিয়ে নিতে দেখা গেল দিল্লি পুলিশকে।
জম্মু-কাশ্মীরের উধমপুরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে এক জওয়ান শহিদ হয়েছেন বলে খবর। বৃহস্পতিবার সকাল থেকেই উধমপুরের বসন্তগড়ে জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে একটি যৌথ অভিযান শুরু করে সেনাবাহিনী। দুই তরফে গুলির লড়াই চলছে। জঙ্গি নিধনে গুলি বর্ষণ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী।
পহেলগাঁওতে হামলার পর, এবার উধমপুরে সেনাবাহিনী-সন্ত্রাসীদের সংঘর্ষে এক জওয়ান শহিদ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, জম্মু ও কাশ্মীর পুলিশ আজ উধমপুরের বসন্তগড়ে একটি যৌথ অভিযান শুরু করেছে। উভয় পক্ষ থেকে প্রচণ্ড গুলিবর্ষণ চলছে।
ভারতের পদক্ষেপের জেরে আজ অর্থাত্ বৃহস্পতিবার সকালে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মহম্মদ শেহবাজ শরিফ। ফলে ওই বৈঠকের দিকেও নজর থাকছে সব মহলের।
উধমপুরে সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার এক জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর যোগাযোগ স্থাপিত হয়। এরপরই শুরু হয় তীব্র গুলির লড়াই। সূত্রের খবর, এলাকাটি ঘিরে রেখেছে সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ দল। সন্ত্রাসবাদীরা কয়েকদিন ধরে ওই এলাকায় আত্মগোপন করে ছিল বলে আশঙ্কা। গোটা এলাকায় চলছে তল্লাশি অভিযান। এই সংঘর্ষ আরও বড় আকার নিতে পারে বলেও মনে করছেন নিরাপত্তা আধিকারিকরা। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। ঘটনায় এখনও কোনও হতাহতের খবর মেলেনি।
পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পর, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের জন্য অ্যাডভাইসারি জারি করে। জম্মু ও কাশ্মীরে যেতে বারণ করা হয়।
আটারি সীমান্ত দিয়ে তাড়াহুড়ো করে ভারত ছাড়ছেন পাকিস্তানি নাগরিকরা। গত সপ্তাহে নয়াদিল্লিতে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন ৬ জন পাকিস্তানি। তাঁদের ৪৫ দিনের ভিসা ছিল। কিন্তু সীমান্ত বন্ধের পর তাঁরা ভয় পেয়ে তাড়াহুড়ো করে ভারত ছেড়ে চলে যাচ্ছেন। এই সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকারী পাকিস্তানি নাগরিকদের ১ মে-র চলে যেতে বলা হয়েছে। যাদের সার্ক ভিসা আছে তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে চলে যেতে বলা হয়েছে।
কাল রাতে পহেলগাঁও জঙ্গি হামলায় নিহত পর্যটক বিতান অধিকারীর দেহ বিমানবন্দরে আসে। সেখানে বিতানের ছেলেকে কোলে তুলে নিতে দেখা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। অঝোরে কাঁদতে থাকেন বিতানের স্ত্রী। শুভেন্দু আশ্বস্ত করেন, এই ঘটনা বরদাস্ত করা হবে না।
পহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহত ভরত ভূষণকে শেষ শ্রদ্ধা ও পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।
পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পর রেলওয়েতে হাই অ্যালার্ট। স্টেশনগুলির নিরাপত্তা বাড়ানো হয়েছে। ট্রেন এবং স্টেশন এলাকায় ক্রমাগত তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
পহেলগাঁও হামলায় নিহত নেপালি নাগরিক সুদীপের দেহ নেপালে পৌঁছেছে। আজ সকাল ৭টা ১৫-র দিকে ভারতীয় কর্তৃপক্ষ নেপাল প্রশাসনের কাছে দেহ হস্তান্তর করা হয়। তাঁর নিজ গ্রামে নিয়ে যাওয়া হবে সেখানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতে, সরকার বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডেকেছে। সরকারি সূত্র জানিয়েছ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এতে সভাপতিত্ব করতে পারেন। সরকারের পক্ষ থেকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সর্বদলীয় বৈঠকে ব্রিফ করবেন। সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সিং এই বিষয়টি নিয়ে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কথা বলছেন। কংগ্রেস সহ অনেক বিরোধী দল দাবি করেছিল, সরকার এই বিষয়ে সর্বদলীয় একটি বৈঠক ডাকুক।