Advertisement

Pahalgam Attack Updates: যুদ্ধই চাইছে ইসলামাবাদ? কাশ্মীরে LoC-তে রাতভর গুলি চালাল পাকিস্তান

পহেলগাঁওয়ের নৃশংস জঙ্গি হামলার পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা। ২২ এপ্রিলের ন্যাক্কারজনক হামলার রেশ কাটতে না কাটতেই, পাকিস্তানি সেনারা বিনা উস্কানিতে লাগাতার গুলি চালাচ্ছে এলওসি জুড়ে। রবিবার রাত থেকে শুরু হওয়া এই গুলিবর্ষণ সোমবার ভোরেও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 28 Apr 2025,
  • अपडेटेड 9:59 AM IST
  • পহেলগাঁওয়ের নৃশংস জঙ্গি হামলার পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা।
  • ২২ এপ্রিলের ন্যাক্কারজনক হামলার রেশ কাটতে না কাটতেই, পাকিস্তানি সেনারা বিনা উস্কানিতে লাগাতার গুলি চালাচ্ছে এলওসি জুড়ে।

পহেলগাঁওয়ের নৃশংস জঙ্গি হামলার পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা। ২২ এপ্রিলের ন্যাক্কারজনক হামলার রেশ কাটতে না কাটতেই, পাকিস্তানি সেনারা বিনা উস্কানিতে লাগাতার গুলি চালাচ্ছে এলওসি জুড়ে। রবিবার রাত থেকে শুরু হওয়া এই গুলিবর্ষণ সোমবার ভোরেও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

সূত্রের খবর, কুপওয়ারা এবং পুঞ্চ সেক্টরে হঠাৎ করেই ছোট অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে পাক সেনা। যদিও ভারতীয় সেনার তরফে দ্রুত ও কার্যকর জবাব দেওয়া হয়েছে। গত চারদিন ধরেই বিভিন্ন সেক্টরে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান। শনিবার রাতেও তুতমারি গলি ও রামপুর সেক্টরে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এর আগেও বান্দিপোরা ও কুপওয়ারার বিভিন্ন এলাকায় সংঘর্ষে জড়িয়েছে সন্ত্রাসবাদীরা ও ভারতীয় সেনা।

২২ এপ্রিল পহেলগাঁওয়ের বাইসারান উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারান ২৫ জন নিরীহ পর্যটক ও একজন স্থানীয় যুবক। ভারতের তরফে প্রথম থেকেই এই হামলার নেপথ্যে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীগুলির হাত থাকার অভিযোগ উঠেছে। লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন TRF প্রাথমিকভাবে হামলার দায় স্বীকার করলেও পরে তারা পিছু হটে। পাকিস্তানও হামলার দায় অস্বীকার করে। যদিও ভারতীয় সেনা নিশ্চিত, হামলার পেছনে রয়েছে পাকিস্তানের প্রত্যক্ষ হাত।

পহেলগাঁও কাণ্ডের পর থেকেই পাক বাহিনী সীমান্তে অতিরিক্ত উত্তেজনা সৃষ্টি করছে। গুলি চালানো হচ্ছে বারবার, যাতে সীমান্তবর্তী অঞ্চলে অশান্তি তৈরি হয়। তবে ভারতীয় সেনাও পাল্টা জবাব দিয়ে সীমান্ত সুরক্ষিত রাখার জন্য সদা প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীর উপত্যকায় এটিকে অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলা বলে মনে করা হচ্ছে। এর ফলে কাশ্মীরের স্থিতিশীলতা ফের চ্যালেঞ্জের মুখে পড়ল। পরিস্থিতির উপর কড়া নজর রেখে চলেছে সেনাবাহিনী ও প্রশাসন।

 

Read more!
Advertisement
Advertisement