Pahalgam Update Pakistan Citizens To Leave India: পহেলগাঁও হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক আরও খারাপের দিকে গিয়েছে। দুই দেশই একে অপরের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ নিচ্ছে। তারই মধ্যে হামলার পর বড় সিদ্ধান্ত: দুই দিনের মধ্যে পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ, নইলে তিন বছরের জেল ও তিন লাখ টাকা জরিমানা!
পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর ভারত সরকার কড়া পদক্ষেপ নিল। বিশেষ করে ভারতে থাকা পাকিস্তানি নাগরিকদের জন্য বড় নির্দেশ জারি করা হয়েছে। সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে— আগামী দুই দিনের মধ্যে (মেডিক্যাল ভিসাধারীদের জন্য ২৯ এপ্রিল পর্যন্ত) ভারত ছাড়তে হবে। না হলে তিন বছরের জেল কিংবা তিন লাখ টাকা পর্যন্ত জরিমানা, এমনকি দুটো শাস্তিই একসঙ্গে হতে পারে।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওতে পাকিস্তানি জঙ্গিদের হামলায় ২৬ জন নিরীহ মানুষের প্রাণ চলে যায়। এরপরই ভারত সরকারের তরফে কড়া মনোভাব দেখা যায়। পাক নাগরিকদের সমস্ত ভিসা বাতিল করে দেওয়া হয় এবং 'ভারত ছাড়ো' নোটিশ ইস্যু করা হয়।
কাদের ছাড়তে হবে ভারত?
SAARC ভিসাধারীদের ২৬ এপ্রিলের মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছিল। এখন মেডিক্যাল ভিসা হোল্ডারদের ২৯ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে এই সব ভিসা ক্যাটেগরির অধীনে থাকা পাকিস্তানি নাগরিকদের—
ভিসা অন অ্যারাইভাল, বিজনেস, ফিল্ম, জার্নালিস্ট, ট্রানজিট, কনফারেন্স, মাউন্টেনিয়ারিং, স্টুডেন্ট, ভিজিটর, গ্রুপ ট্যুরিস্ট, তীর্থযাত্রী ও গ্রুপ তীর্থযাত্রী।
নতুন আইন কী বলছে?
৪ এপ্রিল ২০২৫ থেকে চালু হওয়া নতুন 'ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট ২০২৫' অনুযায়ী, যদি কেউ নির্ধারিত সময়ের বেশি ভারতে থাকে বা ভিসার নিয়ম ভঙ্গ করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অ্যাক্টে পরিষ্কার বলা আছে —
"কোনও বিদেশি নাগরিক যদি তার ভিসার নির্ধারিত সময়ের বেশি ভারতে থাকে বা বৈধ পাসপোর্ট ও ট্র্যাভেল ডকুমেন্ট ছাড়া থাকে, তাহলে তাকে তিন বছর পর্যন্ত জেল বা তিন লাখ টাকা পর্যন্ত জরিমানা বা দুটোই হতে পারে।"
গৃহমন্ত্রকের কড়া নির্দেশ
দেশের গৃহমন্ত্রী অমিত শাহ সরাসরি সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নির্দেশ দিয়েছেন — নিশ্চিত করতে হবে, নির্ধারিত সময় পেরিয়ে কোনো পাকিস্তানি নাগরিক যেন ভারতের মাটিতে না থাকে। এরপর গৃহসচিব গোবিন্দ মোহন ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যগুলির প্রধান সচিবদের সঙ্গে বৈঠক করে নির্দেশ দেন — ভিসা বাতিল হওয়া পাকিস্তানিদের নির্ধারিত সময়ের মধ্যে ভারত ছাড়ার ব্যবস্থা করতে হবে।