Advertisement

Pahalgam Terror Attack: 'ভেলপুরি খাচ্ছিলাম, জিজ্ঞেস করল মুসলিম কিনা, তারপরই গুলি'

চারদিকে রক্তের দাগ। স্বামীকে বাঁচাতে অসহায়ের মতো সাহায্য চাইলেন এক মহিলা। কেউ হাউ হাউ করে কাঁদছেন। জঙ্গি হামলায় এক লহমায় বদলে গেল কাশ্মীর ভ্রমণের আনন্দ। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের অন্যতম দর্শনীয় স্থান পহেলগাঁওয়ে একদল পর্যটকের উপর হামলা চালাল জঙ্গিরা। নিহত হয়েছেন এক জন। জখম আরও ১২ জন। অমরনাথ যাত্রার আগে উপত্যকায় জঙ্গি হামলার ঘটনায় নিরপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠল। 

জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ভয়াবহতা তুলে ধরলেন প্রত্যক্ষদর্শীরা।জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ভয়াবহতা তুলে ধরলেন প্রত্যক্ষদর্শীরা।
Aajtak Bangla
  • শ্রীনগর,
  • 22 Apr 2025,
  • अपडेटेड 6:26 PM IST
  • মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের অন্যতম দর্শনীয় স্থান পহেলগাঁওয়ে একদল পর্যটকের উপর হামলা চালাল জঙ্গিরা।
  • নিহত হয়েছেন এক জন।
  • জখম আরও ১২ জন।

চারদিকে রক্তের দাগ। স্বামীকে বাঁচাতে অসহায়ের মতো সাহায্য চাইলেন এক মহিলা। কেউ হাউ হাউ করে কাঁদছেন। জঙ্গি হামলায় এক লহমায় বদলে গেল কাশ্মীর ভ্রমণের আনন্দ। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের অন্যতম দর্শনীয় স্থান পহেলগাঁওয়ে একদল পর্যটকের উপর হামলা চালাল জঙ্গিরা। নিহত হয়েছেন এক জন। জখম আরও ১২ জন। অমরনাথ যাত্রার আগে উপত্যকায় জঙ্গি হামলার ঘটনায় নিরপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠল। 

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর মুহূর্তের নানা ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, স্বামীর প্রাণরক্ষার জন্য এক মহিলা অঝোরে কাঁদতে কাঁদতে সাহায্য চাইছেন। আরও এক প্রত্যক্ষদর্শী মহিলা জানালেন, তাঁরা ভেলপুরি খাচ্ছিলেন। সেই সময়ই একজন এসে তাঁর স্বামীকে জিজ্ঞাসা করল, তিনি মুসলিম কি না, তারপরেই গুলি চালায়। 

জানা গিয়েছে, পহেলগাঁওয়ের বাইসারন উপত্যকায় এদিন এক জল জঙ্গি এলোপাথাড়ি গুলি চালায়। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। হামলার দায় স্বীকার করেছেন দ্য রেসিসট্যান্স ফ্রন্ট। যা লস্কর-এ-তইবার শাখা সংগঠন। 

জঙ্গি হামলার নিন্দায় সরব হয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। নিন্দা প্রকাশ করেছেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতিও। 

অমরনাথ যাত্রার আগে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। জেড্ডায় সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনার খোঁজ নিয়েছেন। কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। শাহকে ঘটনাস্থলে যেতে নির্দেশ দিয়েছেন মোদী। উচ্চপর্যায়ের বৈঠকে বসেছেন শাহ। 
 

Read more!
Advertisement
Advertisement