Advertisement

Pahalgam Terror Attack: কাশ্মীরে নিহত বিতান অধিকারীর স্ত্রী সোহিনীকে ভারতের নাগরিকত্ব দিল কেন্দ্র

কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত আইটি কর্মী বিতান অধিকারীর স্ত্রী সোহিনী রায়কে ভারতের নাগরিকত্ব দিল কেন্দ্রীয় সরকার। শনিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।

বিতান অধিকারী, সোহিনী অধিকারীবিতান অধিকারী, সোহিনী অধিকারী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 May 2025,
  • अपडेटेड 10:37 AM IST
  • কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত আইটি কর্মী বিতান অধিকারীর স্ত্রী সোহিনী রায়কে ভারতের নাগরিকত্ব দিল কেন্দ্রীয় সরকার।
  • শনিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।

কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত আইটি কর্মী বিতান অধিকারীর স্ত্রী সোহিনী রায়কে ভারতের নাগরিকত্ব দিল কেন্দ্রীয় সরকার। শনিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁও এলাকায় ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন, যাদের মধ্যে ছিলেন কলকাতার পাটুলির বাসিন্দা বিতান অধিকারী। কর্মসূত্রে স্ত্রী ও সন্তানকে নিয়ে থাকতেন যুক্তরাষ্ট্রে। তবে তাঁর স্ত্রী সোহিনী রায় বাংলাদেশের নাগরিক—এমনই অভিযোগ তুলেছিলেন বিতানের দাদা বিভু অধিকারী।

বিভু অধিকারীর অভিযোগ
বিভু অধিকারীর অভিযোগ ছিল, সোহিনী রায় ভুয়ো পরিচয়ে বিতানকে বিয়ে করেন এবং পরে ভারতীয় ভোটার কার্ড ও আধার কার্ড সংগ্রহ করেন। তিনি দাবি করেন, সোহিনীর দুটি জন্ম শংসাপত্র রয়েছে এবং তাঁর ভারতীয় পাসপোর্টের মেয়াদ ২০২৩ সালের ফেব্রুয়ারিতে শেষ হয়ে গিয়েছে। সেই কারণেই ওই বছরের জানুয়ারি থেকেই সোহিনী ভারতে রয়েছেন।

এছাড়াও তিনি জানান, সোহিনী ও তাঁর মায়ের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে একটি মামলা দায়ের হয়েছিল, যার বিচার এখনও চলছে। তাঁর মা বাংলাদেশে ফিরে গেলেও সোহিনী থেকে গিয়েছিলেন ভারতে।

রাজনৈতিক প্রতিক্রিয়া ও পরিস্থিতি
কাশ্মীর থেকে কলকাতা ফেরার পর বিমানবন্দরে রাজ্য সরকারের পক্ষ থেকে মন্ত্রী ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস সোহিনীকে অভ্যর্থনা জানান। পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও উপস্থিত ছিলেন। সোহিনী শুভেন্দুকে জানান, তাঁর স্বামীকে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণেই জঙ্গিরা গুলি করে হত্যা করেছে এবং তিনি শুভেন্দুর উপর ভরসা করেই কলকাতায় ফিরেছেন।

নাগরিকত্ব প্রদান ও কেন্দ্রের অবস্থান
সোহিনীর নাগরিকত্ব সংক্রান্ত বিতর্কের মধ্যেই অবশেষে কেন্দ্রীয় সরকার তাঁকে ভারতীয় নাগরিকত্ব প্রদান করল। যদিও বিতানের দাদার অভিযোগ ছিল, বাংলাদেশি নাগরিক হওয়ায় সোহিনী সরকারের কাছ থেকে নিহতের পরিবার হিসাবে আর্থিক সহায়তার অধিকারী নন, তবে নাগরিকত্ব মঞ্জুরের পর তাঁর সেই অধিকার আইনি ভাবে প্রতিষ্ঠিত হল।

 

Advertisement
Read more!
Advertisement
Advertisement