মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পহেলগাঁওয়ের বাইসারান উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিহত হন। হামলার সময়ই অল্পের জন্য বেঁচে যান কেরালার ২৩ সদস্যের একটি পর্যটক দল। তাঁরাও জলছবির মতো সুন্দর ওই উপত্যাকায় পৌঁছানোর জন্য ঘোড়ায় চড়ার কথা ভাবছিলেন। কিন্তু ঘোড়ায় করে সেখানে যাওয়ার খরচ কম নয়। যা বাজেটের বাইরে ছিল তাঁদের। তাই তাঁরা পিছিয়ে আসেন।
পর্যটকদের মধ্যে এক মহিলা সদস্য বলেন, 'ঘোড়ার ভাড়া আমাদের জন্য খুব বেশি, তাই আমরা ট্যাক্সি নিয়ে অন্য জায়গায় চলে যাই। একটু পরেই আমরা গুলির আওয়াজ পাই। দেখই দোকানপাট বন্ধ হতে শুরু করেছে, মানুষ ছুটছে।'
পর্যটকদের গাইড তাঁদের দ্রুত হোটেলে ফিরে যেতে পরামর্শ দেন। পরে সংবাদে দেখে বোঝেন, তাঁদের কাছেই হামলা হয়েছে। ওই পর্যটক বলেন, 'আমরা যদি সেই ঘোড়ায় চড়তাম, তাহলে আমরাও নিহত হতাম।'
পর্যটকরা পরিবেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের কথায়, 'রাস্তার ধারেই সেনা-জওয়ান ছিল, কিন্তু হামলা যেখানে হয়েছে, সেখানে কোনও নিরাপত্তা ছিল না।'
এদিকে, আজ সার্চ অপারেশন চলাকালীন জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। সেই সময় পাল্টা প্রত্যাঘাত করতে শুরু করে নিরাপত্তাবাহিনী। গোটা এলাকা ঘিরে নিয়েছেন নিরাপত্তাবাহিনীর অধিকারিকরা। জানা যাচ্ছে, এক জঙ্গিকে এনকাউন্টার করা হয়েছে। তবে এখনও আরও জঙ্গি লুকিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে, গুলির লড়াই শহিদ হয়েছেন এক জওয়ান।