Advertisement

Supreme Court On Pahalgam Terror Attack : 'আপনাদের কাণ্ডজ্ঞান নেই?'পহেলগাঁও নিয়ে PIL খারিজ করে আবেদনকারীকে ধমক সুপ্রিম কোর্টের

গত সপ্তাহে পহেলগাঁও হামলা নিয়ে বিচারবিভাগীয় তদন্তের আর্জি খারিজ করেছিল সুপ্রিম কোর্ট। পর্যটকদের উপর হওয়া হামলা নিয়ে সোমবার ফের একটি আবেদন করা হয় শীর্ষ আদালতে।

SUPREME COURT SUPREME COURT
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 05 May 2025,
  • अपडेटेड 3:56 PM IST
  • গত সপ্তাহে পহেলগাঁও হামলা নিয়ে বিচারবিভাগীয় তদন্তের আর্জি খারিজ করেছিল সুপ্রিম কোর্ট
  • পর্যটকদের উপর হওয়া হামলা নিয়ে সোমবার ফের একটি আবেদন করা হয় শীর্ষ আদালতে

গত সপ্তাহে পহেলগাঁও হামলা নিয়ে বিচারবিভাগীয় তদন্তের আর্জি খারিজ করেছিল সুপ্রিম কোর্ট। পর্যটকদের উপর হওয়া হামলা নিয়ে সোমবার ফের একটি আবেদন করা হয় শীর্ষ আদালতে। তবে তা গ্রহণ করা হবে না বলে জানিয়ে দিল বিচারপতি সূর্যকান্ত ও এন কোটিশ্বর সিংয়ের বেঞ্চ। 

বিচারপতিরা আবেদনকারীকে  ভর্ৎসনা করেন। এই ধরনের মামলা সুপ্রিম কোর্ট যে শুনবে না তা সাফ জানিয়ে দেন। বিচারপতিরা বলেন, 'আগেরদিনও আপনাদের পরামর্শ দিয়েছিলাম এই রকম আবেদন করবেন না। আপনাদের লক্ষ্য কী? কারা আপনাদের আবেদন জানানোর জন্য বলছে? নেপথ্যে কে আছে? এটা যে স্পর্শকাতর ইস্যু সেটা কি আপনারা বুঝতে পারছেন না? আপনাদেরও একটা দায়িত্ববোধ থাকা উচিত সেটা মনে হচ্ছে না?' 

বিচারপতিদের রোষের মুখে পড়ে আবেদনকারী জানান, এই প্রথমবার কাশ্মীরে পর্যটকদের লক্ষ্য করা হয়েছে। এমন কেন হল তা নিয়েই আবেদন করা হয়েছে। তিনি বলেন, 'আমি কেবলমাত্র পর্যটকদের নিরাপত্তা নিয়ে আবেদন করতে চাইছি।' 

আরও পড়ুন

বিচারপতিরা আবেদনকারীর আর্জিতে সাড়া দেননি। বরং বলেন, 'আমাদের মনে হচ্ছে, আবেদনকারী তথাকথিতভাবে জনস্বার্থ মামলা দায়েরের চেষ্টা করলেও এর মধ্যে কোনও জনস্বার্থ নেই।'

অমরনাথ যাত্রা নিয়েও জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি চেয়েছিলেন আবেদনকারী। আর্জিতে তিনি জানান, অমরনাথ যাত্রায় বহু ভক্ত যান। তাঁদের নিরাপত্তা জরুরি। উত্তর ভারতের অর্থনীতির অনেকটা নির্ভর করে এই পর্যটনের উপর। তবে জঙ্গি হামলার জেরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। সেজন্য নিরাপত্তা সংক্রান্ত নির্দিষ্ট গাইডলাইন থাকা জরুরি। 

এর উত্তরে সুপ্রিম কোর্ট জানায়, 'যেসব জায়গায় বা প্রত্যন্ত অঞ্চলে পর্যটকরা যান বা সমবেত হন, সেখানে সশস্ত্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে।' 

এর আগের শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, এই মুহূর্তে বিচারবিভাগীয় তদন্ত হলে সেনার মনোবলে আঘাত লাগতে পারে। তাই এখন নিরাপত্তাবাহিনীর মনোবলে আঘাত করা উচিত নয়।  

Read more!
Advertisement
Advertisement