জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে মঙ্গলবার জঙ্গিদের ধর্ম জিজ্ঞাসা করে পর্যটকদের লক্ষ্য করে গুলি চালিয়ে ২৬ জনের প্রাণহানিতে AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়েইসি এটিকে 'গণহত্যা' হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, 'পহেলগাঁওয়ে তাণ্ডবটি উরি এবং পুলওয়ামার ঘটনার চেয়েও বিপজ্জনক এবং বেদনাদায়ক। যে গোয়েন্দা ব্যর্থতার জন্য নিরীহ মানুষ মেরে ফেলা হলো, সেদিকেও নজর দিতে হবে।'
ওয়েইসি কেন্দ্রকে দায়ী করে মন্তব্য করেন, 'নরেন্দ্র মোদী সরকারকে দেখতে হবে তাদের প্রতিরোধ নীতি কতটা কার্যকর হয়েছে। এই জঙ্গিদের শাস্তি দিতে কঠোর ব্যবস্থা নেয়া উচিত, নিহত পরিবারকে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।'
তিনি মিমের পক্ষ থেকে হামলার শিকার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। জঙ্গিদের উদ্দেশ্য নিয়ে সতর্ক করে তিনি বলেন, 'প্রতিবেশী দেশ থেকে পাঠানো জঙ্গিরা ভারতে ভীতি ছড়াতে এসেছে—ভারতের নিরাপত্তা সুবিন্যস্ত কিনা, তা একবার আবার পর্যালোচনা হতে হবে।'