Advertisement

Pakistan Firing: যুদ্ধের আবহ? কাশ্মীরে LoC-তে পাক সেনার রাতভর গুলি, মোক্ষম জবাব দিচ্ছে ভারতও

পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার কারণে ক্ষোভে ফুঁসছে দেশবাসী। দগদগে ক্ষত বুকে নিয়ে কড়া পদক্ষেপের অপেক্ষায়। এরই মধ্যে পাকিস্তানি সেনাবাহিনী রাতভর নিয়ন্ত্রণরেখায় ব্যাপক গোলাগুলি চালাতে থাকে। পাল্টা ভারতীয় সেনাবাহিনী উপযুক্ত জবাব দেয়।

LoC-তে রাতভর গুলিবর্ষণLoC-তে রাতভর গুলিবর্ষণ
Aajtak Bangla
  • দিল্লি,
  • 25 Apr 2025,
  • अपडेटेड 9:08 AM IST

পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার কারণে ক্ষোভে ফুঁসছে দেশবাসী। দগদগে ক্ষত বুকে নিয়ে কড়া পদক্ষেপের অপেক্ষায়। এরই মধ্যে পাকিস্তানি সেনাবাহিনী রাতভর নিয়ন্ত্রণরেখায় ব্যাপক গোলাগুলি চালাতে থাকে। পাল্টা ভারতীয় সেনাবাহিনী উপযুক্ত জবাব দেয়।

নিয়ন্ত্রণ রেখার বেশ কয়েকটি পোস্ট থেকে পাকিস্তানি সেনাবাহিনী গুলি চালাচ্ছে। তবে এই আক্রমণে ভারতের পক্ষে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

একজন কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানি সেনাবাহিনী ছোট অস্ত্র নিয়ে সীমান্তে আক্রমণ করেছে। সেনাবাহিনী উপযুক্ত জবাব দিয়েছে। কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

ফেব্রুয়ারিতে, পাকিস্তানি সেনাবাহিনী পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় পোস্টগুলিতে আক্রমণ করেছিল, যার জবাবে ভারতও পাল্টা জবাব দিয়েছিল। ২২শে এপ্রিল সন্ত্রাসবাদীরা পহেলগাঁওতে আক্রমণের পর ঘটতে থাকে।

বুধবার থেকেই নিয়ন্ত্রণরেখায় দু’পক্ষের মধ্যে চলছে গুলি বিনিময়, শেলিং চলছে। বৃহস্পতিবার রাতে তা আরও তীব্র হয়। আকাশপথে চক্কর কাটছে ফাইটার জেট।  জম্মু ও কাশ্মীরের একাধিক ঘাঁটিতে মহড়া সারছে বায়ু সেনার ফাইটার জেট। পহেলগাঁও হামলায় ভারতের হুঁশিয়ারির পর তৎপর পাক সেনাও।
 

Read more!
Advertisement
Advertisement