সন্দেহজনক কাজে জড়িত থাকার জন্য পাকিস্তানের এক অফিসারকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। তিনি দিল্লিতে পাকিস্তানি হাইকমিশনে কর্মরত ছিলেন। ওই ব্যক্তি তাঁর এক্তিয়ারের বাইরে অন্য সন্দেহজনক কার্যকলাপে জড়িত ছিলেন।
বিদেশ মন্ত্রক এই নিয়ে একটি বিবৃতি জারি করেছে। সেখানে জানিয়েছে, 'ভারত সরকার দিল্লিতে পাকিস্তান হাই কমিশনে কর্মরত একজন পাকিস্তানি আধিকারিককে ভারতে তাঁর সরকারি মর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন কার্যকলাপে লিপ্ত থাকার জন্য অবাঞ্ছিত ঘোষণা করেছে। ওই আধিকারিককে ২৪ ঘন্টার মধ্যে ভারত ত্যাগ করতে বলা হয়েছে। পাকিস্তান হাই কমিশনের চার্জ ডি' অ্যাফেয়ার্সকে আজ এই মর্মে একটি ডিমার্চ জারি করা হয়েছে।'
তবে, সরকার পাকিস্তানি কর্মকর্তার পরিচয় সামনে আনেনি। তিনি কী ধরণের সন্দেহজনক কার্যকলাপে জড়িত ছিলেন সে সম্পর্কেও তথ্য প্রদান করেনি।
গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলার একদিন পর অর্থাৎ ২৩ এপ্রিল ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ করে। তার মধ্যে অন্যতম ছিল, দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তাদের সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ করা। এছাড়াও, সমস্ত পাকিস্তানি প্রতিরক্ষা উপদেষ্টাদের বহিষ্কার করে। এক সপ্তাহের মধ্যে দেশ ত্যাগ করার নির্দেশ দেয়।
পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার জবাবে পাকিস্তান এবং পাক-অধিকৃত-কাশ্মীরে নয়টি জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারত। পরে পাকিস্তান হামলার চেষ্টা করলে তা ব্যর্থ করে দেওয়া হয়। এরপরই পাকিস্তানের অফিসারকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হল।