অপারেশন সিঁদুরের পাল্টা এবার হামলা চালাল পাকিস্তান সেনা। বুধবার জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরবার গ্রামগুলিতে গোলাগুলি চালিয়েছে পাক সেনা। হামলায় ৯ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও ৪১ জন। বুধবার মধ্যরাতে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুরের পর পরই এই হামলা চালানো হয় বলে সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর। পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনা।
জানা গিয়েছে, পাক গোলাবর্ষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুঞ্চ জেলায়। পাক সেনার হামলার আতঙ্কে সীমান্তবর্তী গ্রামগুলির বাসিন্দারা বাঙ্কারে আশ্রয় নিয়েছেন। পুঞ্চে নিয়ন্ত্রণ রেখা বরাবর সমস্ত এলাকায় পাক শেলিংয়ের খবর পাওয়া গিয়েছে।
বারামুলা জেলার উরি সেক্টরে গোলাবর্ষণের জেরে ৫ শিশু-সহ ১০ জন জখম হয়েছেন। রাজৌরি জেরায় জখম হয়েছেন আরও ৩ জন। কুপওয়ারা জেলার কারনাহ সেক্টরে গোলাবর্ষণে বেশ কয়েকটি বাড়িতে আগুন লেগে গিয়েছে। জম্মুতে সীমান্তবর্তী এলাকার ৫ জেলায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ রাখা হয়েছে।
বুধবার মধ্যরাতে পহেলগাঁও হামলার বদলা নিল ভারত। বুধবার মধ্যরাতে পাকিস্তানে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত। যার নাম দেওয়া হয়েছে 'অপারেশন সিঁদুর'। ভারতীয় সেনা বাহিনীর প্রত্যাঘাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। ৮০ জনেরও বেশি জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে দাবি।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পহলেগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় ২৫ জন পর্যটক ও এক কাশ্মীরির মৃত্যুর ঘটনায় ফুঁসছে গোটা দেশ। পাকিস্তানের বিরুদ্ধে বদলা নেওয়ার রব ওঠে সর্বত্র। পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক স্তরে একাধিক পদক্ষেপ করেছে ভারত। সিন্ধু জলচুক্তি স্থগিত করা হয়েছে। বাতিল করা হয়েছে পাক ভিসা। আকাশপথেও কড়া পদক্ষেপ করেছে নয়াদিল্লি। সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কখন, কোথায় কী নিশানা করা হবে, তা স্থির করার ভার দেওয়া হয় ভারতীয় সেনার উপর। অবশেষে বুধবার মধ্যরাতে পহেলগাঁও হামলার বদলা নিল ভারত।