Advertisement

Pakistan Drone Attack : শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত কোথায় কোথায় হামলার চেষ্টা পাকিস্তানের? একনজরে ১৮ 'অ্য়াকশন' পয়েন্ট

বুধ ও বৃহস্পতিবার লাগাতার ভারতের উপর আক্রমণের চেষ্টা করেছে পাকিস্তান। সব চেষ্টা কার্যত ব্যর্থ করেছে ভারত। তা থেকেও শিক্ষা নেয়নি শেহবাজ শরিফের দেশ। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত ফের ভারতের একাধিক জায়গাতে হামলার চেষ্টা করে তারা।

Representative PhotoRepresentative Photo
Aajtak Bangla
  • কাশ্মীর ,
  • 10 May 2025,
  • अपडेटेड 12:10 AM IST
  • বুধ ও বৃহস্পতিবার লাগাতার ভারতের উপর আক্রমণের চেষ্টা করেছে পাকিস্তান
  • সব চেষ্টা কার্যত ব্যর্থ করেছে ভারত

বুধ ও বৃহস্পতিবার লাগাতার ভারতের উপর আক্রমণের চেষ্টা করেছে পাকিস্তান। সব চেষ্টা কার্যত ব্যর্থ করেছে ভারত। তা থেকেও শিক্ষা নেয়নি শেহবাজ শরিফের দেশ। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত ফের ভারতের একাধিক জায়গাতে হামলার চেষ্টা করে তারা। তবে সফল হয়নি। পাকিস্তান কোথাও বোমা বর্ষণের চেষ্টা করে আবার কোথাও ড্রোন হামলার। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৮ জায়গায় হামলা চালানোর চেষ্টা রুখে দেয় সেনাবাহিনী। 

  • সাম্বাতে ভারী শেলিং ও ড্রোন হামলার চেষ্টা। 
  • কুপওয়ারাতে ভারী শেলিং একইসঙ্গে পাকিস্তানি রেঞ্জার্স বিনা প্ররোচনায় গুলি চালায়। 
  • উরিতে সেই বিকেল থেকে চলছে শেলিং। 
  • নওগাম হান্ডওয়ারা সেক্টরে শেলিং 
  • পুঞ্চে শেলিং 
  • জম্মুতে ড্রোন দিয়ে হামলার চেষ্টা। সেই প্রচেষ্টা রুখে দেয় ভারত। সেখানে  সাইরেন বাজিয়ে আম জনতাকে সতর্ক করা হয়। গোটা শহরের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছিল। 
  • পাছানকোটে শেলিং ও ড্রোন হামলা। 
  • পোখরানে ড্রোন হামলার চেষ্টা। 
  • অমৃতসরে ড্রোন হামলার চেষ্টা। 
  • রাজৌরিতে হামলার চেষ্টা। তবে সেনা তা রুখে দেয়। পাল্টা হামলা করে। সেই ছবি ক্যামেরায় ধরা পড়েছে। 
  • গুরুদাসপুরে ড্রোন হামলার চেষ্টা
  • জয়সলমীরে ড্রোন হামলার চেষ্টা
  • অবন্তীপুরার এয়ার ফোর্স ঘাঁটিতে হামলার চেষ্টা। তবে আকাশেই তা ধ্বংস করা হয়। 
  • এখনও পর্যন্ত ১৫ থেকে ২০ টা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে হতাহতের কোনও খবর নেই। 
  • গুজরাতের কুচে ড্রোন হামলার চেষ্টা। 
  • রাজস্থানের বারমেরে ড্রোন হামলার চেষ্টা।
  • শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। আলোও নিভিয়ে দেওয়া হয়। 
  • অমৃতসরে ৪ ড্রোনকে নিষ্ক্রিয় করা হয়েছে। 

শুক্রবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশমন্ত্রকের সচিব বিক্রম মিস্রি জানান, তুরস্কের তৈরি ড্রোন ব্যবহার করে ভারতে হামলার চেষ্টা করেছে পাকিস্তান। কর্নেল সোফিয়া কুরেশি জানান, ৭ ও ৮ মে রাতে পাকিস্তান পশ্চিম সীমান্তে ভারতের ৩৬টি জায়গায় প্রায় ৩০০–৪০০ ড্রোন ব্যবহার করে আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করে। লেহ থেকে স্যার ক্রিক পর্যন্ত বিস্তৃত অঞ্চলে এই অনুপ্রবেশ ঘটে। ভারতীয় বাহিনী এই আক্রমণের মোকাবিলায় কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বহু ড্রোন ধ্বংস করে দেয়। 

তবে ভারত একের পর এক ড্রোন ধ্বংস করলেও শিক্ষা নেয়নি পাকিস্তান। তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ চাইছে বলে জানিয়েছেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, 'গত চার দিন ধরে আক্রমণ চালাচ্ছে ভারত। তাই যুদ্ধ ছাড়া আমরা অন্য কোনও উপায় দেখতে পাচ্ছি না। আমরা উত্তেজনা কমানোর চেষ্টা করেছি। তবে সেই  সম্ভাবনা কম। জনগণের মনে কোনও সন্দেহ থাকা উচিত নয় যে, যুদ্ধ দোরগোঁড়ায় এসে পৌঁছেছে।' 

 

Read more!
Advertisement
Advertisement