বুধ ও বৃহস্পতিবার লাগাতার ভারতের উপর আক্রমণের চেষ্টা করেছে পাকিস্তান। সব চেষ্টা কার্যত ব্যর্থ করেছে ভারত। তা থেকেও শিক্ষা নেয়নি শেহবাজ শরিফের দেশ। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত ফের ভারতের একাধিক জায়গাতে হামলার চেষ্টা করে তারা। তবে সফল হয়নি। পাকিস্তান কোথাও বোমা বর্ষণের চেষ্টা করে আবার কোথাও ড্রোন হামলার। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৮ জায়গায় হামলা চালানোর চেষ্টা রুখে দেয় সেনাবাহিনী।
শুক্রবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশমন্ত্রকের সচিব বিক্রম মিস্রি জানান, তুরস্কের তৈরি ড্রোন ব্যবহার করে ভারতে হামলার চেষ্টা করেছে পাকিস্তান। কর্নেল সোফিয়া কুরেশি জানান, ৭ ও ৮ মে রাতে পাকিস্তান পশ্চিম সীমান্তে ভারতের ৩৬টি জায়গায় প্রায় ৩০০–৪০০ ড্রোন ব্যবহার করে আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করে। লেহ থেকে স্যার ক্রিক পর্যন্ত বিস্তৃত অঞ্চলে এই অনুপ্রবেশ ঘটে। ভারতীয় বাহিনী এই আক্রমণের মোকাবিলায় কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বহু ড্রোন ধ্বংস করে দেয়।
তবে ভারত একের পর এক ড্রোন ধ্বংস করলেও শিক্ষা নেয়নি পাকিস্তান। তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ চাইছে বলে জানিয়েছেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, 'গত চার দিন ধরে আক্রমণ চালাচ্ছে ভারত। তাই যুদ্ধ ছাড়া আমরা অন্য কোনও উপায় দেখতে পাচ্ছি না। আমরা উত্তেজনা কমানোর চেষ্টা করেছি। তবে সেই সম্ভাবনা কম। জনগণের মনে কোনও সন্দেহ থাকা উচিত নয় যে, যুদ্ধ দোরগোঁড়ায় এসে পৌঁছেছে।'