
ভারতের অপারেশন সিঁদুর নিয়ে এখনও ভয়ে কাঁটা পাকিস্তান। আরও একবার হামলার আশঙ্কায় এবার LoC বরাবর পাক অধিকৃত কাশ্মীরে (PoK) কাউন্টার ড্রোন সিস্টেম মোতায়েন করছে ইসলামাবাদ। রিপোর্ট মোতাবেক, 'অপারেশন সিন্দুর ২.০' এর ভয়ে, পাকিস্তান রাওয়ালাকোট, কোটলি এবং ভিম্বর সেক্টরে নতুন অ্যান্টি ড্রোন সিস্টেম বসিয়েছে।
৩০টিরও বেশি অ্যান্টি-ড্রোন ইউনিট মোতায়েন করা হয়েছে
জানা গিয়েছে, পাকিস্তান LoC বরাবর ৩০টিরও বেশি অ্যান্টি-ড্রোন ইউনিট মোতায়েন করেছে । নিয়ন্ত্রণ রেখা বরাবর আকাশ সীমায় ও ইলেকট্রনিক্স যুদ্ধে নজর রাখাই এই ইউনিটগুলির মূল কাজ বলে জানা গিয়েছে।
পাক অ্যান্টি ড্রোন সিস্টেম
স্পাইডার কাউন্টার-UAS সিস্টেম: এই সিস্টেমটি রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে ড্রোন ক্যাচ করতে পারে। সাধারণত ১০ কিলোমিটার দূর পর্যন্ত বড় এবং ছোট উভয় ধরণের ড্রোনই এই সিস্টেমটি সনাক্ত করতে পারে।
সাফরা অ্যান্টি-UAV জ্যামিং গান: এই বন্দুকটি কাঁধে নিয়ে চালানো যায়। ১.৫ কিলোমিটার দূর পর্যন্ত ড্রোন নিয়ন্ত্রণ, ভিডিও এবং জিপিএস সিগন্যাল জ্যাম করতে সক্ষম এই অস্ত্রটি।
এছাড়াও, বেশ কিছু পুরনো বিমান প্রতিরক্ষা অস্ত্রও ব্যবহার করছে পাকিস্তান। সেগুলি হল-
তুরস্ক ও চিন থেকে অস্ত্র কেনার প্ল্যান করছে পাকিস্তান
বিশেষ বিষয় হল পাকিস্তান কিন্তু চিন ও তুরস্কের থেকে এখনও নয়া ড্রোন ও ডিফেন্স সিস্টেম কেনার প্রক্রিয়া জারি রেখেছে। বিষয়টি নিয়ে পাক সেনা আলোচনা চালাচ্ছে বলে সূত্রের দাবি। তবে এখন পাকিস্তানের সবচেয়ে বড় মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে অপারেশন সিঁদুর 2.0। ভারতীয় সেনা সম্প্রতি গ্রাউন্ড, নৌবাহিনী এবং বিমানবাহিনী পশ্চিম সীমান্তে ঘন ঘন মহড়া চালাচ্ছে, যা পাকিস্তানের উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে। এরমধ্যেই LoC-তে অ্যান্টি-ড্রোন ইউনিট বসানোয় স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ভারতীয় ড্রোন হানার ইসলামাবাদ ভয়ে কাঁটা হয়ে রয়েছে।