Advertisement

Pahalgam Attack: রাতারাতি VISA বাতিলে বিপদে পাকিস্তানি হিন্দুরাও, ভারত ছাড়ার হিড়িক

পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানিদের ভিসা বাতিলের পথে হেঁটেছে ভারত। এমতাবস্থায় পাকিস্তানের সিন্ধ অঞ্চলের বহু হিন্দু তড়িঘড়ি দেশে ফিরে যাচ্ছেন। আকষ্মিক সিদ্ধান্তে অনেকের মধ্যেই আতঙ্ক ছড়ায়। আইনি জটিলতায় পড়ার আগেই অনেকেই বাড়ি ফিরতে শুরু করেছেন।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Apr 2025,
  • अपडेटेड 12:26 PM IST

পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানিদের ভিসা বাতিলের পথে হেঁটেছে ভারত। এমতাবস্থায় পাকিস্তানের সিন্ধ অঞ্চলের বহু হিন্দু তড়িঘড়ি দেশে ফিরে যাচ্ছেন। আকষ্মিক সিদ্ধান্তে অনেকের মধ্যেই আতঙ্ক ছড়ায়। আইনি জটিলতায় পড়ার আগেই অনেকেই বাড়ি ফিরতে শুরু করেছেন। 

২২শে এপ্রিলের হামলার পর সমস্ত পাকিস্তানি ভিসা বাতিল করা হয়েছে। সাধারণ পাকিস্তানি ভিসাধারীদের ২৭ এপ্রিলের মধ্যে এবং মেডিকেল ভিসাধারীদের জন্য ২৯ এপ্রিলের মধ্যে পাকিস্তানে ফেরা বাধ্যতামূলক করা হয়েছে। ভারতে আসা অনেক পাকিস্তানি নাগরিক তাদের ভিসা বাতিলের বিষয়ে চিন্তিত।

এমনই একজনের সঙ্গে সংবাদমাধ্যমের কথাও হল। টিটি কৃষ্ণা নামের এক পাকিস্তানি নাগরিক সিন্ধু থেকে পরিবার নিয়ে ৩০ দিনের জন্য ভারত এসেছিলেন। তিনি জানালেন, 'পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই আমরা বেশ ভয়ে আছি। আমি চাই যাতে হামলার পেছনে যারা দায়ী তাদের কঠোর শাস্তি হোক। আমরা দুই দেশের মধ্যে শান্তি চাই।' কৃষ্ণা আরও জানান, হামলার পর ভারতের অবস্থান নিয়েও তাঁরা চিন্তিত।
 

আরও পড়ুন

অন্যদিকে, পাকিস্তানের সিন্ধু অঞ্চলেরই আরেক ব্যক্তি বিশান জানান, তিনি পরিবার নিয়ে ৪০ দিনের জন্য ভারতে এসেছিলেন। কিন্তু জঙ্গি হামলার পর পরিস্থিতি খারাপ হওয়ায় তিনি এখন মাত্র ১০ দিনের মধ্যেই ফিরে যাচ্ছেন। 'আমি আমার দুই সন্তানকে পাকিস্তানে রেখে এসেছি। তারা এখন খুব চিন্তার মধ্যে রয়েছে। আমিও খুব চিন্তিত।' 

পহেলগাঁও জঙ্গি হামলার পরপরই পাকিস্তানের বিরুদ্ধে সরব হয়েছে ভারত। এমতাবস্থায় পাকিস্তানিদের প্রতি 'ভারত ছাড়ো' অবস্থান নিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিকে ভারতে আসা বিপুল সংখ্যক পাকিস্তানি হিন্দুদের মধ্যে এই পরিস্থিতিতে আতঙ্ক জন্মেছে। অনেকেই ঝামেলা এড়াতে সফর মাঝপথে থামিয়েই বাড়ি ফিরে যাচ্ছেন।  

পাকিস্তানের হিন্দুরা বিভিন্ন কারণে ভারতে আসে। অনেক পাকিস্তানি হিন্দু ভারতে ধর্মীয় অনুষ্ঠান বা তীর্থযাত্রা করতে আসেন। মূলত মথুরা, কাশী বা বিন্ধ্যাচলে যান তাঁরা। তাছাড়া, পাকিস্তানের হিন্দু সম্প্রদায়ের সদস্যরা ভারতে জীবিকার খোঁজে এবং পড়াশোনার জন্যও আসেন। অনেকেই ভারতে ব্যবসা করার আসেন। 

Read more!
Advertisement
Advertisement