বিহারে আসন্ন বিধানসভা নির্বাচন। তার আগে বৃহস্পতিবার আজ তক পঞ্চায়েত বিহারের মঞ্চে আসেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী তথা বিহারের সহ পর্যবেক্ষক কেশব প্রসাদ মৌর্য। নীতীশ কুমারকে ফের মুখ্যমন্ত্রী করতে উঠে পড়ে লেগেছে বিজেপি। কিন্তু নীতীশ ছাড়া অন্য কাকে মুখ্যমন্ত্রীর পদে দেখতে চান তিনি? জবাব দেন কেশব প্রসাদ মৌর্য।
মমতার SIR বিরোধিতা প্রসঙ্গে মন্তব্য কেশব প্রসাদ মৌর্যের
তাঁর দাবি, বিহারের পর পশ্চিমবঙ্গেও আমরা সরকার গড়ব। তাঁকে প্রশ্ন করা হয় মমতা বন্দ্যোাধ্যায় চ্যালেঞ্জ করছেন, বলছেন, বিহারে বিজেপির বিরুদ্ধে জবরদস্ত বিরোধিতা হবে। মমতা বলেছেন SIR করতে চাইলে করে দেখাও, বিহারে তো SIR হয়েছে। এ প্রশ্নের উত্তরে কেশব বলেন, "এখানে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। তবে যে ভোটাররা মৃত, তাদের নাম সরানো উচিত। যে বিহারের বাসিন্দা বাইরে চলে গেছেন, অনুপ্রবেশকারী ছিলেন তাদের নাম সরানো হয়েছে। খুব ভালো কাজ হয়েছে। আমি গ্রামে গ্রামে গিয়ে দেখেছি যাদের নাম রয়েছে, কোনও বৈধ ভোটারের নাম কাটা হয়নি।"
নীতীশ কুমার ছাড়া অন্য কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান?
তাঁর মন্তব্য, নীতীশ কুমারই একমাত্র ভরসাযোগ্য নেতা। তাঁর নেতৃত্বে সাফল্য এসেছে। বিজেপির কাছে নেতা কম নেই, তবে মুখ্যমন্ত্রীর জন্য অন্য কোনও মুখ আনার কথা ভাবার প্রশ্নই নেই। তিনি তিনবার দল পাল্টালেও তাঁর ওপরই ভরসা রেখেছে দল। বিজেপি আর জেডিইউ জোটে থাকবে। তিনি যা ভুল করেছেন, আগে করেছেন।
তেজস্বী যাদব প্রসঙ্গে কেশব প্রসাদ মৌর্য
তেজস্বী বারবার নিজের জয়ের দাবি করছে। তিনি সবসময়ই চ্যালেঞ্জ দেন, চ্যালেঞ্জ দেওয়া সহজ, জেতা কঠিন। বিহারে যেভাবে অগ্রগতি হয়েছে তা শুধু মাননীয় প্রধানমন্ত্রী ও নীতীশ কুমারের নেতৃত্বেই হয়েছে।
মহিলাদের ১০ হাজার টাকা দেওয়ার প্রয়োজন কেন দিতে হল? এ প্রসঙ্গে কেশবের মন্তব্য, 'মহিলা সশক্তিকরণ' এ দেশের জন্য জরুরি। যদি তার জন্য মহিলাদের ১০ হাজার টাকা দিতে হয় তাহলে তো মহিলারা আত্মনির্ভর হচ্ছেন। জনতা খুশি, নিজের পায়ে দাঁড়াচ্ছে। নীতীশ কুমার তো খুব ভালো কাজ করেছেন। সব বাড়িতে এনডিএ-র স্টার প্রচার রয়েছে, তাঁরা আমাদের মা-বোন। উত্তরপ্রদেশের থেকে বিহারে মহিলাদের জন্য বেশি উন্নয়ন হয়েছে। দরকার হলে ২ লক্ষ টাকা পর্যন্তও দেওয়া হতে পারে।