Advertisement

Parcel bomb: প্রেমিকার বিয়ে মানতে নারাজ, তাঁর বাড়িতে হোম থিয়েটারে পার্সেল বোমা পাঠাল যুবক, তারপর?

প্রেমিকার অন্য জায়গায় বিয়ে হয়েছে। সেই রাগে পার্সেল বোমা পাঠিয়ে প্রাক্তন প্রেমিকার শ্বশুরবাড়ির সবাইকে মারার পরিকল্পনা করল যুবক। ঘটনা ছত্তিশগড়ের খয়রাগড় চুইখাদান গন্ডাই জেলার। ঘটনায় পুলিশ প্রেমিকসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে

গ্রেফতার অভিযুক্তরা।-ফাইল ছবিগ্রেফতার অভিযুক্তরা।-ফাইল ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 17 Aug 2025,
  • अपडेटेड 3:45 PM IST
  • প্রেমিকার অন্য জায়গায় বিয়ে হয়েছে। সেই রাগে পার্সেল বোমা পাঠিয়ে প্রাক্তন প্রেমিকার শ্বশুরবাড়ির সবাইকে মারার পরিকল্পনা করল যুবক।
  • ঘটনা ছত্তিশগড়ের খয়রাগড় চুইখাদান গন্ডাই জেলার। ঘটনায় পুলিশ প্রেমিকসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে।

প্রেমিকার অন্য জায়গায় বিয়ে হয়েছে। সেই রাগে পার্সেল বোমা পাঠিয়ে প্রাক্তন প্রেমিকার শ্বশুরবাড়ির সবাইকে মারার পরিকল্পনা করল যুবক। ঘটনা ছত্তিশগড়ের খয়রাগড় চুইখাদান গন্ডাই জেলার। ঘটনায় পুলিশ প্রেমিকসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে।

জানা গেছে, জেলার কুসমি গ্রামের ২০ বছর বয়সি অভিযুক্ত বিনয় স্কুল জীবন থেকেই পাশের গ্রামের এক তরুণীর প্রেমে পড়েছিল। প্রায় ৪০ দিন আগে সেই তরুণীর বিয়ে হয়। এবং সে গন্ডাই থানার অন্তর্গত মানপুরে স্বামীর বাড়িতে চলে যায়। হঠাৎ সম্পর্ক ভেঙে যাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে বিনয়। এরপরই সে প্রেমিকার স্বামী ও পুরো পরিবারকে উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্রে নামে।

পুলিশ সূত্রে খবর, অনলাইনে বোমা তৈরির কৌশল শিখে বিনয় একটি হোম থিয়েটারের ভেতর প্রায় ২ কেজি আইইডি স্থাপন করে এবং ডেটোনেটরের সঙ্গে প্লাগ যুক্ত করে। যাতে বিদ্যুৎ সংযোগ পেলেই বিস্ফোরণ ঘটে। এরপর ভুয়ো ইন্ডিয়া পোস্ট লোগো ব্যবহার করে পার্সেলটি পাঠানো হয় প্রেমিকার শ্বশুরবাড়িতে।

কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে বিস্ফোরণ হয়নি। বরং সন্দেহজনক পার্সেল সম্পর্কে পরিবার বুঝে ওঠায় তারা দ্রুত পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমেই বোমাটি নিষ্ক্রিয় করে এবং গোটা ষড়যন্ত্রের জাল খুলে যায়।

খয়রাগড় চুইখাদান গন্ডাই জেলার পুলিশ সুপার লক্ষ্য বিনোদ শর্মা জানিয়েছেন, তদন্তে প্রমাণ মেলার পর বিনয়সহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে হত্যার চেষ্টা, বিস্ফোরক দ্রব্য আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাটি স্থানীয় এলাকায় তীব্র আতঙ্ক তৈরি করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, প্রেমিকার পরিবারকে উড়িয়ে দিয়ে বিনয় জোর করে তাকে নিজের কাছে ফিরিয়ে আনতে চেয়েছিল। তবে সময়মতো পুলিশ পদক্ষেপ না নিলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত।

 

Read more!
Advertisement
Advertisement