Advertisement

Parliament Monsoon Session: 'অপারেশন সিঁদুর' নিয়ে ২৫ ঘণ্টা আলোচনা-মণিপুরের জন্য ২ ঘণ্টা, সংসদে কী চলছে?

কোন ইস্যুতে কতক্ষণ বিতর্ক চলবে সংসদে, এই নিয়ে এবার টাইম টেবিল তৈরি করা হল। 'অপারেশন সিঁদুর' নিয়ে ২৫ ঘণ্টা আলোচনা করার সময় বেধে দেওয়া হল। তবে মণিপুর নিয়ে আলোচনার জন্য সময় দেওয়া হয়েছে ২ ঘণ্টা।

সংসদ অধিবেশন সংসদ অধিবেশন
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 22 Jul 2025,
  • अपडेटेड 8:49 AM IST
  • 'অপারেশন সিঁদুর' নিয়ে ২৫ ঘণ্টা আলোচনা করার সময় বেধে দেওয়া হল
  • মণিপুর নিয়ে আলোচনার জন্য সময় দেওয়া হয়েছে ২ ঘণ্টা
  • বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠকে নির্ধারিত হল বিতর্কের টাইম টেবিল

সোমবার থেকে শুরু হয়েছে চলতি বছরে সংসদের বাদল অধিবেশন। প্রথম দিনই 'অপারেশন সিঁদুর' ইস্যু নিয়ে বিরোধীদের স্লোগানিংয়ের জেরে হট্টগোল শুরু হয় লোকসভার অন্দরে। মুলতুবি হয়ে যায় অধিবেশন। তবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু জানিয়েছেন, 'অপারেশন সিঁদুর' ইস্যুতে আলোচনায় প্রস্তুত কেন্দ্র। 

জানা গিয়েছে, সংসদের বিজনেস অ্যাডভাইজরি মিটিংয়ে 'অপারেশন সিঁদুর' নিয়ে আলোচনার জন্য সময় বেধে দেওয়া হয়েছে। লোকসভায় এই ইস্যুতে বিতর্কের জন্য ১৬ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। রাজ্যসভায় বিতর্ক চলবে ৯ ঘণ্টা। অর্থাৎ দুই কক্ষ মিলিয়ে সংসদে 'অপারেশন সিঁদুর' ইস্যুতে বিতর্কের জন্য সময় দেওয়া হয়েছে ২৫ ঘণ্টা। তবে চলতি সপ্তাহে নয়, এই ইস্যুতে বিতর্ক শুরু হতে পারে আগামী সপ্তাহে। 

এছাড়াও মণিপুরের বাজেট প্রসঙ্গে আলোচনার জন্য সময় রাখা হয়েছে ২ ঘণ্টা। আয়কর বিল নিয়ে চর্চার জন্য সময় দেওয়া হয়েছে ১২ ঘণ্টা। পাশাপাশি সংসদে শুভাংশু শুক্লার সফল মহাকাশ মিশন নিয়েও আলোচনা হবে। 

বিরোধী দলের সাংসদদের দাবি,'অপারেশন সিঁদুর' নিয়ে চর্চার সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যেন সংসদে উপস্থিত থাকেন। সমনাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠকে বলেন, 'প্রত্যেক দল এই মর্মে কেন্দ্রকে সমর্থন করেছিল। তাই আমরাও চাই আলোচনার সময়ে প্রধানমন্ত্রী যেন সংসদে উপস্থিত থাকেন।' কংগ্রেস সংসদীয় দলের নেতা গৌরব গগৈ বলেন, 'বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠক নিয়ে কংগ্রেস সন্তুষ্ট নন। অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না সরকার। কোনও আশ্বাসই দেওয়া হয়নি কেন্দ্রের তরফে।'

 

Read more!
Advertisement
Advertisement