Advertisement

PM Modi Operation Sindoor Speech: 'বিশ্বের কোনও নেতার কথায় সংঘর্ষ বিরতি হয়নি', রাহুলকে জবাব PM মোদীর

বিশ্বের কোনও নেতার কথায় বন্ধ হয়নি অপারেশন সিঁদুর। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর প্রশ্নের জবাবে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার লোকসভায় অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা শুরু হয়। তাতে মার্কিন ভাইস প্রেসিডেন্টের ফোনে ভারতের সংঘর্ষ বিরতির কথা উড়িয়ে দেন প্রধানমন্ত্রী। 

রাহুলকে জবাব PM মোদীররাহুলকে জবাব PM মোদীর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Jul 2025,
  • अपडेटेड 7:57 PM IST

বিশ্বের কোনও নেতার কথায় বন্ধ হয়নি অপারেশন সিঁদুর। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর প্রশ্নের জবাবে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার লোকসভায় অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা শুরু হয়। তাতে মার্কিন ভাইস প্রেসিডেন্টের ফোনে ভারতের সংঘর্ষ বিরতির কথা উড়িয়ে দেন প্রধানমন্ত্রী। 

রাহুলের প্রশ্নের জবাবে পাল্টা মোদী বলেন, "পৃথিবীর কোনও নেতাই আমাকে অপারেশন সিঁদুর বন্ধ করতে বলেননি। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট আমাকে ফোনে বলেছিলেন, পাকিস্তান বড় আক্রমণ শানাতে চলেছে। আমার প্রতিক্রিয়া ছিল যদি এটাই পাকিস্তানের উদ্দেশ্য হয়, তাহলে তাদের কঠোর জবাব দিতে হবে। আমি বলি গুলির জবাব গোলায় দেব।" 

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ৯ মে-র কথা। ৯ মে রাতে এবং ১০ মে সকালে পাকিস্তানের সামরিক শক্তি ধ্বংস করে দেওয়া হয়। এটাই ছিল তাদের উত্তর এবং এটাই ছিল চেতনা। তিনি বলেন, ৯ মে মধ্যরাত থেকে ১০ মে সকালের মধ্যে যে ক্ষেপণাস্ত্রগুলি পাকিস্তানের ওপর আঘাত হানে তাতে পাকিস্তানের অবস্থা শোচনীয় হয়ে যায়।

'ভারত আগেই বলেছিল...'
প্রধানমন্ত্রী মোদী বলেন, "যখন পাকিস্তানকে প্রত্যাঘাত করা হয়। তখন পাকিস্তান ডিজিএমওকে ফোন করে অনুরোধ করেছিল যে যথেষ্ট হয়েছে। আমাদের আর আক্রমণ সহ্য করার শক্তি নেই। দয়া করে আক্রমণ বন্ধ করুন।" ভারত প্রথম দিনই বলেন, আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি। এখন যদি তোমরা কিছু করো, তাহলে চরম মূল্য দিতে হবে।" 

'কেউ তথ্যের পরিবর্তে প্রমাণ খুঁজে বের করার চেষ্টা করছে...'
কংগ্রেসকে কটাক্ষ করে মোদী বলেন, ১০ মে ভারত অপারেশন সিঁদুরের অধীনে গৃহীত পদক্ষেপ বন্ধ করার ঘোষণা করেছে। সীমান্তের ওপার থেকে এখানেও একই প্রচার চালানো হয়। সেই সময় কিছু লোক সেনাবাহিনীর দেওয়া তথ্যের পরিবর্তে পাকিস্তানের মিথ্যা প্রচারে মাথা ঘামাতে ব্যস্ত ছিল, যেখানে ভারতের অবস্থান সবসময় স্পষ্ট।

Read more!
Advertisement
Advertisement