Parliamentary Committee At Sikkim: ৫ দিনের সরকারি সফরে সিকিম পৌঁছল সংসদীয় স্থায়ী কমিটি। পরিবহণ, পর্যটন ও সংস্কৃতি বিভাগ-সম্পর্কিত বিষয় নিয়ে সিকিম সরকারের বিভিন্ন দফতরের সঙ্গে আলোচনা করবে কমিটি। পরিদর্শক প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন সাংসদ সঞ্জয় কুমার ঝা।
সাম্প্রতিক বছরগুলিতে সিকিম প্রাকৃতিক বিপর্যয়ের মারে বিপর্যস্ত। ২০২৩ সালের অক্টোবর মাসে সিকিমের হ্রদ ভেঙে যে বিপর্যয় শুরু হয়, তা থেকে এখনও বেরিয়ে আসতে পারেনি বাংলার মাথা ঘেঁষে থাকা এই শৈল রাজ্য। তার উপর ২০২৪ এবং ২০২৫ এও নিয়মিত বিপর্যয় ঘটেই চলেছে। এর মধ্যে শিলিগুড়ি লাগোয়া সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত ট্রেন লাইন তৈরির কাজ চলছে। সব মিলিয়ে গুরুত্বপূর্ণ ফেজ দিয়ে যাচ্ছে সিকিম। স্থায়ী সমাধান বিষয়ক আলোচনা ও খতিয়ে দেখে রিপোর্ট জমা দেবে কমিটি।
এই সংসদীয় স্থায়ী কমিটির নেতৃত্বে সংসদ সদস্য (রাজ্যসভা) তথা জনতা দল (ইউ) এর জাতীয় কার্যকরী সভাপতি তথা কমিটির চেয়ারম্যান শ্রী সঞ্জয় কুমার ঝা-এর নেতৃত্বে, ২৮ জুন থেকে ২ জুলাই, ২০২৫ পর্যন্ত সিকিমে পাঁচ দিনের অধ্যয়ন সফরে আজ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছেছে।
সিকিমে অবস্থানকালে, কমিটি পর্যটন ও অসামরিক বিমান পরিবহণ বিভাগ, সড়ক ও সেতু বিভাগ এবং সাংস্কৃতিক বিষয়ক ও ঐতিহ্য বিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠক করার কথা রয়েছে। এই সফরে সিকিমের পর্যটন অবকাঠামো, জাতীয় মহাসড়কের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ এবং সাংস্কৃতিক ঐতিহ্য এবং স্থানীয় ও আদিবাসী শিল্পের প্রচারের উপর আলোকপাত করা হবে।
শনিবার বাগডোগরা বিমানবন্দরে প্রতিনিধিদলটিকে উষ্ণ অভ্যর্থনা জানান গ্যাংটকের স্বরাষ্ট্র বিভাগের সহকারী প্রোটোকল অফিসার শ্রী গোপাল পাঠক, স্বরাষ্ট্র বিভাগের বাগডোগরা ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পর্যটন ও বেসামরিক বিমান চলাচল বিভাগের বাগডোগরার কর্মকর্তারা।