
নির্বাচনের আগেই হেনস্থা হতে হচ্ছে প্রার্থীদের। কোনও কোনও জায়গায় মনোনয়ন দাখিলের আগেই পড়তে হচ্ছে হুমকির মুখে। এমনই অভিযোগ এনে রাষ্ট্রপতি শাসনের অধীনে বিহার নির্বাচনের দাবি তুলল প্লুরালস পার্টি। তবে দাবি তুলেই ক্ষান্ত হয়নি দল। ইতিমধ্য়েই রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়েছেন প্লুরালস পার্টির প্রধান পুষ্পম প্রিয়া চৌধুরী।
রাষ্ট্রপতির কাছে পাঠানো চিঠিতে প্রিয়া লিখেছেন, বিহারে সুস্থ গণতন্ত্র ফিরিয়ে আনতে চায় তাঁর দল। সেই কারণেই তাদের রাজনীতিতে আসা। প্লুরালস পার্টি যাদের প্রার্থী করেছে তাদের কারও বিরুদ্ধে অপরাধে যুক্ত থাকার কোনও অভিযোগ নেই। মূলত, যুব প্রজন্মের শিক্ষিত লোকজন নিয়েই তাদের দল গড়া হয়েছে। কিন্তু প্রতি পদে তাদের প্রার্থীদের হেনস্থা ও হুমকির মুখে পড়তে হচ্ছে। যা কখনোই কাম্য নয়। সেই কারণেই বিহারে রাষ্ট্রপতি শাসনের অধীনে নির্বাচন চাইছে তার দল।
বিহারের রাজনীতির সাম্প্রতিক ইতিহাস বলছে, গত মার্চেই প্লুরালস পার্টি গঠিত হয়। ২০২০ বিহার নির্বাচনকে মাথায় রেখেই মাথা তোলে পুষ্পম প্রিয়া চৌধুরীর এই দল। তাদের অভিযোগ,কোনও অপরাধী রাজনীতিকদের যোগসাজশে থাকতে রাজি নন তারা। বিহারের মানুষকে সুস্থ পরিবেশ দিতেই তাদের এই দল গঠন। কিন্তু নির্বাচনে লড়তে গিয়ে দলের মহিলা প্রার্থীদের কটূক্তির মুখে পড়তে হচ্ছে। প্রাণনাশের হুমকি নিয়ে ভোটে লড়তে হবে তাদের। রাষ্ট্রপতির কাছে তাদের অনুরোধ, বিহার নির্বাচনের এই পরিবেশ বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হোক।
তবে এই বলেই থেমে থাকেননি প্লুরালস পার্টির প্রধান। দলের প্রার্থীদের হেনস্থার উদাহরণ হিসাবে গত ১৬ অক্টোবরের ঘটনার ভিডিয়ো পাঠিয়েছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, দলের রাঘোপুরের প্রার্থী অন্নু কুমার সময় মতো মনোনয়ন জমা দিতে পারেননি। বিহার পুলিশের সঙ্গে বচসা হওয়ায় তাঁকে মনোনয়োনের জায়গা থেকে সরিয়ে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে। বৈশালিতে পুলিশ কর্মীরা তাঁকে টেনে অন্য দিকে নিয়ে যান বলে অভিযোগ। যার জেরে মনোনয়ন জমা দিতে দেরি হয়ে যায় তাঁর।