এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির (PM Kisan Samman Nidhi Yojana) ১২টি কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়েছে। ১৩তম কিস্তি (PM Kisan Samman Nidhi Yojana 13th Installment) জানুয়ারির প্রথম সপ্তাহে আসতে পারে। কিষাণ সম্মান নিধি (PM Kisan Samman Nidhi) যোজনার অধীনে প্রতি বছর কৃষকদের ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। ২ হাজার টাকা করে তিন কিস্তিতে এই টাকা পাঠানো হয়।
২১ লাখ কৃষক ১৩তম কিস্তি পাবেন না
১২ তম কিস্তির আগে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির তালিকা থেকে অনেকের নাম বাদ দেওয়া হয়েছিল। নথি যাচাইয়ের সময় শুধুমাত্র উত্তরপ্রদেশেই ২১ লাখ লোককে এই প্রকল্পের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছিল। এখন ১৩তম কিস্তির টাকাও এই সমস্ত কৃষকদের কাছে পাঠানো হবে না।
এ ধরনের ব্যক্তিদের প্রতিনিয়ত নোটিশ পাঠানো হচ্ছে। বেআইনিভাবে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধা নেওয়ার বহু ঘটনা সামনে এসেছে। এমন মানুষদের এখনো শনাক্ত করা হচ্ছে। এখনও পর্যন্ত নেওয়া সব টাকা ফেরত দিতে তাঁদের কাছে ক্রমাগত নোটিশ পাঠানো হচ্ছে। টাকা ফেরত না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও একই অবস্থা। যাইহোক, আপনি যদি ১৩ তম কিস্তি পেতে চান, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ই-কেওয়াইসি করুন। কৃষকদের ই-কেওয়াইসি (E-KYC) প্রক্রিয়া সম্পূর্ণ না করা থাকলে টাকা আসবে না। বর্তমানে, ই-কেওয়াইসির সুবিধা প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
যদি এই স্কিম সম্পর্কে আপনার মনে কোন সন্দেহ বা অভিযোগ থাকে, তাহলে আপনি পিএম কিষাণ যোজনার হেল্পলাইন নম্বর- 155261 বা 1800115526 (টোল ফ্রি) বা 011-23381092 নম্বরে যোগাযোগ করতে পারেন।
সুবিধাভোগীদের তালিকায় নাম কীভাবে দেখবেন
আপনি যদি দ্বাদশ তম কিস্তির সুবিধাভোগীদের তালিকায় আপনার নাম দেখতে চান, তাহলে PM Kisan Yojana-র অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in-এ যান। Farmers Corner এ ক্লিক করুন। তারপর Beneficiary Status অপশনে ক্লিক করুন। আপনার সামনে একটি নতুন পেজ খুলবে। এখানে আপনি আপনার আধার নম্বর, মোবাইল নম্বর লিখুন। এর পরে আপনি আপনার স্ট্যাটাস সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন।