Advertisement

PM Kisan 14th Installment: পিএম কিষাণের টাকা ঢুকবে বৃহস্পতিতে, কিন্তু এই কৃষকরা পাবেন না

PM Kisan Samman Nidhi 14th Installment Date: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বৃহস্পতিবার দেশের কোটি কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে পিএম কিষাণের টাকা।

পিএম কিষাণের টাকা ঢুকবে বৃহস্পতিতে, কিন্তু এই কৃষকরা পাবেন না
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 26 Jul 2023,
  • अपडेटेड 3:25 PM IST
  • বৃহস্পতিবার দেশের কোটি কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে পিএম কিষাণের টাকা
  • প্রায় ৯ কোটি কৃষক পাবেন পিএম কিষাণের টাকা

PM Kisan Samman Nidhi 14th Installment Date: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বৃহস্পতিবার দেশের কোটি কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে পিএম কিষাণের টাকা।  এবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN) যোজনার ১৪তম কিস্তির টাকা পাবেন কৃষকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার রাজস্থানের সিকারে সরকারি জনসভা করলেন। সেই জনসভা থেকে প্রায় ৯ কোটি কৃষককে পিএম কিষাণের টাকা দেবেন।

কীভাবে স্টেটাস চেক করবেন

  • PM KISAN-এর অফিসিয়াল ওয়েবসাইট https://pmkisan.gov.in/ পোর্টাল দেখুন
  • আপনি পেমেন্ট সাকসেস ট্যাবে ভারতের মানচিত্র দেখতে পাবেন।
  • ডানদিকে, "ড্যাশবোর্ড" নামে একটি হলুদ রঙের ট্যাব থাকবে
  • ড্যাশবোর্ডে ক্লিক করুন
  • ক্লিক করার পরে, আপনাকে একটি নতুন পেজে নিয়ে যাওয়া হবে
  • এখানে আপনাকে আপনার সম্পূর্ণ বিবরণ পূরণ করতে হবে
  • রাজ্য, জেলা, উপ-জেলা এবং পঞ্চায়েত নির্বাচন করুন
  • তারপর শো বাটনে ক্লিক করুন
  • এর পরে আপনি আপনার বিবরণ বেছে করতে পারেন

এই কৃষকরা টাকা পাবেন না

আমরা আগেই জানিয়েছিলাম যে ছোটখাটো ভুলের কারণে কিছু কৃষক পিএম কিষানের টাকা নাও পেতে পারেন। ভুলেখদের যাচাইয়ে জমির রেকর্ডে ভুল পাওয়া গেলে এই প্রকল্পের সুবিধাভোগী তালিকা থেকে কৃষকদের বাদ দেওয়া হবে। একই সময়ে, ই-কেওয়াইসি আপডেট না করলেও আপনি ১৪তম কিস্তি থেকে বঞ্চিত হতে পারেন। এছাড়াও, আপনি যদি কৃষিকাজ করেন, আবার কোনও সাংবিধানিক পদে কাজ করেন, তাহলেও আপনি এই প্রকল্পের জন্য যোগ্য হবেন না। আপনি যদি কেন্দ্রীয় বা রাজ্য সরকারের বর্তমান বা অবসরপ্রাপ্ত কর্মচারী হন, তাহলে আপনি এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। একই সময়ে, আপনি সরকার থেকে পেনশন পেলেও এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। যে কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা থেকে উপকৃত হতে চান তাঁরা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে পারেন এবং তাদের সম্পূর্ণ ই-কেওয়াইসি PM কিষানের অফিসিয়াল ওয়েবসাইট, http://pmkisan.gov.in-এ জমা দিতে পারেন।

Advertisement

প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের বিশদ বিবরণ

প্রধানমন্ত্রীর কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের অ্যাকাউন্টে বছরে ৬ হাজার টাকা আর্থিক সাহায্য পাঠানো হয়। প্রতি ৪ মাস পর পর তিন কিস্তিতে ২ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়। কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ যোজনা সংক্রান্ত যে কোনও ধরনের সমস্যার জন্য ইমেল আইডি pmkisan-ict@gov.in-এ যোগাযোগ করতে পারেন। আপনি প্রধানমন্ত্রী কিষাণ যোজনার হেল্পলাইন নম্বর- 155261 বা 1800115526 (টোল ফ্রি) বা 011-23381092-এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement