Advertisement

PM Modi: অপারেশন সিঁদুর নিয়ে দুনিয়ার সমর্থন পেয়েছি, কংগ্রেসের পাইনি : মোদী

পাকিস্তানের বিরুদ্ধে সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুর’-এর প্রেক্ষিতে মঙ্গলবার লোকসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরব হলেন বিরোধীদের বিরুদ্ধে। জানালেন, ‘'গোটা বিশ্ব ভারতের পাশে দাঁড়িয়েছে, কিন্তু দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস এই সময়েও রাজনৈতিক স্বার্থে জাতীয় ঐক্যের পাশে দাঁড়ায়নি।'

Modi Modi
Aajtak Bangla
  • দিল্লি,
  • 29 Jul 2025,
  • अपडेटेड 7:12 PM IST
  • পাকিস্তানের বিরুদ্ধে সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুর’-এর প্রেক্ষিতে মঙ্গলবার লোকসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরব হলেন বিরোধীদের বিরুদ্ধে।
  • জানালেন, ‘'গোটা বিশ্ব ভারতের পাশে দাঁড়িয়েছে, কিন্তু দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস এই সময়েও রাজনৈতিক স্বার্থে জাতীয় ঐক্যের পাশে দাঁড়ায়নি।'

পাকিস্তানের বিরুদ্ধে সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুর’-এর প্রেক্ষিতে মঙ্গলবার লোকসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরব হলেন বিরোধীদের বিরুদ্ধে। জানালেন, ‘'গোটা বিশ্ব ভারতের পাশে দাঁড়িয়েছে, কিন্তু দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস এই সময়েও রাজনৈতিক স্বার্থে জাতীয় ঐক্যের পাশে দাঁড়ায়নি।'

সেনাকে স্বাধীনতার নির্দেশ
মোদী জানান, পহেলগাঁওয়ে হামলার পরই তিনি বিদেশ সফরে থাকলেও দ্রুত দেশে ফিরে আসেন এবং প্রতিক্রিয়ার সিদ্ধান্ত সেনার উপর ছেড়ে দেন। তাঁর কথায়, 'সেনাকে বলেছিলাম, কোথা থেকে, কীভাবে জবাব দেবে, তা তোমরাই ঠিক করো।' এরপর ৬ ও ৭ তারিখ ভারত ‘সঠিক সময়ে সঠিক জবাব’ দেয় এবং পাকিস্তান পাল্টা কিছুই করতে পারেনি।

জাতীয় ঐক্যের বার্তা
প্রধানমন্ত্রী বলেন, 'পহেলগাঁও কাণ্ডে ধর্ম দেখে দেখে জঙ্গিরা হত্যা চালিয়েছে। ভারতের ঐক্য নষ্ট করার অপচেষ্টা ছিল। কিন্তু ভারতীয়রা একজোট হয়ে এই ষড়যন্ত্রের জবাব দিয়েছে।'

মেড ইন ইন্ডিয়া অস্ত্রে পাকিস্তানের পতন
মোদী আরও বলেন, 'মেড ইন ইন্ডিয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন পাকিস্তানকে চূর্ণ করে দিয়েছে। পাক বিমান ঘাঁটি আজ আইসিইউতে। মাস্টারমাইন্ডদের জানিয়ে দিয়েছি, ভারত আসবে, মারবে, এবং ফিরে যাবে।'

কংগ্রেসকে নিশানা
এদিন মোদী স্পষ্ট বলেন, 'ভারতের পক্ষে কথা বলার জন্য আমি এসেছি। যারা ভারতের পক্ষ দেখতে পায় না, তাদের সামনে আয়না ধরতেই এসেছি।' তাঁর অভিযোগ, কংগ্রেসের মতো দল ‘অপারেশন সিঁদুর’-এর সময়েও দেশের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে।

রাজনৈতিক বার্তা স্পষ্ট
অপারেশন সিঁদুরকে ঘিরে প্রধানমন্ত্রী মোদীর এই বক্তব্য শুধু জাতীয় নিরাপত্তার সাফল্য তুলে ধরার চেষ্টা নয়, বরং ২০২৫-এর নির্বাচনের আগে কংগ্রেসকে আক্রমণ করে রাজনৈতিক জমি আরও দৃঢ় করার কৌশল বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

TAGS:
Read more!
Advertisement
Advertisement