Advertisement

Pahalgam PM Modi: পহেলগাঁও হামলায় মৃত্যুমিছিল, সৌদি সফর অসমাপ্ত রেখেই দেশে ফেরার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

সৌদি আরব সফর মাঝপথেই থামিয়ে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলায় এখনও পর্যন্ত প্রায় ২৬ জনের(প্রতিবেদন লেখার সময়) মৃত্যুর খবর মিলেছে। পহেলগাঁও-এর ঘটনা গুরুতর। পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, সরকারি সূত্র মারফত জানা যাচ্ছে, মঙ্গলবারই ভারতের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার রাতেই দেশের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।মঙ্গলবার রাতেই দেশের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।
Aajtak Bangla
  • পহেলগাঁও,
  • 22 Apr 2025,
  • अपडेटेड 12:06 AM IST

সৌদি আরব সফর মাঝপথেই থামিয়ে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলায় এখনও পর্যন্ত প্রায় ২৬ জনের(প্রতিবেদন লেখার সময়) মৃত্যুর খবর মিলেছে। পহেলগাঁও-এর ঘটনা গুরুতর। পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, সরকারি সূত্র মারফত জানা যাচ্ছে, মঙ্গলবারই ভারতের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। সৌদি আরব আয়োজিত সরকারি নৈশভোজেও অংশ নেননি তিনি। পরিস্থিতির গুরুত্ব বুঝে সফর সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেন। এর আগেই সৌদি আরব থেকেই তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জম্মু-কাশ্মীরে যাওয়ার সুপারিশ করেন।

দুইদিনের সফরে সৌদি আরব গিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু পহেলগাঁও-এর ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার রাতেই ফেরার সিদ্ধান্ত নেন। বুধবারের পরিবর্তে মঙ্গলবার রাতেই ভারতের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। বুধবার সকালেই দেশে পৌঁছাবেন তিনি। 

সূত্রের খবর, প্রধানমন্ত্রীর ফেরার পর আগামিকাল সকালে নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটি বৈঠকে বসতে পারে। সেখানে সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। 

মঙ্গলবার দুপুরে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁঁও-এর বৈসারণ ভ্যালিতে, বেলা আড়াইটে নাগাদ এই হামলার ঘটনা ঘটে। একেবারে সেনাবাহিনীর পোশাকে ওই এলাকায় এসে পর্যটকদের উপর এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। গুলিতে গুরুতর জখম হন পর্যটকরা। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে। তবে চিকিৎসা চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়েন তাঁরা।

হতাহতদের মধ্যে বেশিরভাগই উত্তর ভারতের পর্যটক বলে জানা গিয়েছিল। কিন্তু পরে জানা যায়, বাঙালি পর্যটকরাও সেখানে ছিলেন। পহেলগাঁওয়ে জঙ্গী হামলায় নিহত হন বাঙালি আইটি কর্মী বিতান অধিকারী(খবরটি পড়তে টাচ করুন)।

Read more!
Advertisement
Advertisement