আমেরিকার গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপহার হিসেবে তাঁর হাতে মহাকুম্ভের পবিত্র জল তুলে দেন নমো। এদিকে গ্যাবার্ড প্রধানমন্ত্রীকে তুলসীর মালা দেন।
তুলসী গ্যাবার্ড এর আগে জানিয়েছিলেন তিনি হিন্দু ধর্ম অনুশীলনকারী। ভালো বা খারাপ যে কোনও সময়ে তিনি গীতায় ভগবান কৃষ্ণের শিক্ষা থেকে শক্তি এবং পথ নির্দেশ পান। সেই মতো চলার চেষ্টা করেন।
রবিবার সকালে নয়াদিল্লি পৌঁছেছেন তুলসি গ্যাবার্ড। গোয়েন্দা সহযোগিতা, সাইবার নিরাপত্তা এবং প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে ভারতীয় আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। গত ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা সফর করেছিলেন। তারপরই এই দেশে এলেন তুলসী। সোমবার তাঁর সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। ভারত-মার্কিন সম্পর্ক দিয়ে আলোচনা করেন।
জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তুলসি গ্যাবার্ড সন্ত্রাসবাদ এবং সাইবার নিরাপত্তার মতো হুমকি নিয়ে আলোচনা করেছেন। কীভাবে এগুলোর সঙ্গে মোকাবিলা করা যায় তা নিয়েও দুই দেশের মধ্যে কথাবার্তা হয়েছে।
এর আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে তুলসী গ্যাবার্ডের বৈঠক হয়। নিষিদ্ধ খলিস্তানপন্থী জঙ্গিগোষ্ঠী এবং তার প্রতিষ্ঠাতা প্রধান গুরপতবন্ত সিংহ পন্নুনের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য তুলসীর কাছে দাবি জানান রাজনাথ। ডোভাল এবং রাজনাথের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প সরকারের গোয়েন্দাপ্রধানের বৈঠকে অবৈধ অভিবাসন, মাদক বিরোধিতা, সীমান্ত নিরাপত্তা, গোয়েন্দা সংস্থাগুলির মধ্যে সহযোগিতা, যৌনশোষণ রোধ ইত্যাদি বিষয়েও আলোচনা হয়।