Advertisement

প্রধানমন্ত্রীর মায়ের AI Video, কংগ্রেস আইটি সেলের বিরুদ্ধে মামলা দিল্লি পুলিশের

বিজেপির তরফে জানানো হয়েছে, ওই ভিডিওটি একটি "ডিপফেক ভিডিও", যেখানে AI প্রযুক্তি ব্যবহার করে হীরাবেন মোদির কণ্ঠে কিছু কথা জুড়ে দেওয়া হয়েছে। ১০ সেপ্টেম্বর বিকেল ৬টা ১২ মিনিটে কংগ্রেস বিহারের অফিসিয়াল এক্স (পুরনো টুইটার) হ্যান্ডলে ভিডিওটি পোস্ট করা হয়।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 13 Sep 2025,
  • अपडेटेड 8:26 PM IST

প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদীকে ব্যবহার করে একটি ভুয়ো ভিডিও তৈরি করা হয়েছে। আর সেই ভিডিও নিয়েই তৈরি হয়েছে তুমুল বিতর্ক। বিজেপির অভিযোগ, ভিডিওটি কংগ্রেসের আইটি সেল ইচ্ছাকৃতভাবে তৈরি করেছে প্রধানমন্ত্রীকে অপমান করার জন্য। এই ঘটনায় দিল্লি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপির IT সেল। অভিযোগের ভিত্তিতে ইংরেজবাজার থানায় FIR দায়ের করা হয়েছে।

বিজেপির তরফে জানানো হয়েছে, ওই ভিডিওটি একটি "ডিপফেক ভিডিও", যেখানে AI প্রযুক্তি ব্যবহার করে হীরাবেন মোদির কণ্ঠে কিছু কথা জুড়ে দেওয়া হয়েছে। ১০ সেপ্টেম্বর বিকেল ৬টা ১২ মিনিটে কংগ্রেস বিহারের অফিসিয়াল এক্স (পুরনো টুইটার) হ্যান্ডলে ভিডিওটি পোস্ট করা হয়। তাতে হীরাবেনের মতো দেখতে এক বৃদ্ধাকে বলতে শোনা যায়, "নরেন, আমি স্বর্গ থেকে বলছি, দেশের মানুষ রেগে আছে তোমার উপর। তুমি গরিবদের টাকা আম্বানিদের দিয়ে দিচ্ছো। তোমার অহংকার চরমে পৌঁছেছে। মানুষ ক্ষমা করবে না তোমায়।"

এই ভিডিও পোস্টের পরই বিজেপি তীব্র প্রতিক্রিয়া জানায়। বিজেপির অভিযোগ, এটি শুধু প্রধানমন্ত্রীকেই নয়, একজন মা এবং মৃত ব্যক্তিকেও অসম্মান করা হয়েছে। বিজেপি নেতা অনুরাগ ঠাকুর বলেছেন, "যে মা সন্তানকে শৃঙ্খলা শিখিয়েছিলেন, সেই মায়ের কণ্ঠ নকল করে তাকে অপমান করা হয়েছে।"

আরও পড়ুন

বিজেপির অভিযোগ, এই ভিডিওটি সম্পূর্ণ মিথ্যে, বিভ্রান্তিকর এবং মানহানিকর। এটি ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা, আইটি আইন, এবং ডিজিটাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট ২০২৩-এর আওতায় অপরাধ হিসেবে গণ্য হতে পারে।

FIR-এ বিজেপি দাবি করেছে যে, কংগ্রেস পরিকল্পিতভাবে এই ভিডিও তৈরি করেছে। তাঁরা চাইছে, মানুষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করতে এবং প্রধানমন্ত্রীকে বদনাম করতে। FIR-এর সঙ্গে ভিডিওটি, পোস্টের স্ক্রিনশট, এবং কংগ্রেসের হ্যান্ডেলের সমস্ত প্রমাণ জুড়ে দেওয়া হয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ভিডিওটি কোথা থেকে এসেছে, কে বা কারা এই কাজ করেছে, সব খতিয়ে দেখা হবে। পাশাপাশি AI প্রযুক্তির অপব্যবহার এবং ডিজিটাল অপরাধ সংক্রান্ত বিষয়েও গুরুত্ব দিয়ে দেখা হবে।

Advertisement

এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না মিললেও, BJP স্পষ্টভাবে জানিয়েছে, মৃত মায়ের সম্মান রক্ষার্থে তারা শেষ পর্যন্ত লড়বে।

চাইলে এই ঘটনাটি নিয়ে একটি ব্যাখ্যামূলক প্রতিবেদন (explainer) বা সোশ্যাল মিডিয়া পোস্টের মতো করে সাজিয়ে দিতে পারি। বলুন কীভাবে চান।

Read more!
Advertisement
Advertisement