Advertisement

PM Modi Mother Hospitalized: দু’দিনেই ছেড়ে দেওয়া হতে পারে, স্বাস্থ্যের উন্নতি প্রধানমন্ত্রীর মা হীরাবেনের

বৃহস্পতিবার গুজরাতের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) মা হীরবেন (Heeraben Modi) এখন ভালো আছেন। তাঁকে দু-এক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। তাঁর শরীর এখন ঠিক আছে। দ্রুত উন্নতি হচ্ছে।

হীরাবেন মোদীহীরাবেন মোদী
Aajtak Bangla
  • আহমেদাবাদ,
  • 29 Dec 2022,
  • अपडेटेड 8:05 PM IST
  • বৃহস্পতিবার গুজরাতের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) মা হীরবেন (Heeraben Modi) এখন ভালো আছেন।
  • তাঁকে দু-এক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।

ভালো আছেন হীরাবেন মোদী। চিকিৎসায় দ্রুত উন্নতি হচ্ছে তাঁর। দুএকদিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে বৃহস্পতিবার গুজরাতের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) মা হীরাবেন (Heeraben Modi) এখন ভালো আছেন। তাঁকে দু-এক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। তাঁর শরীর এখন ঠিক আছে। দ্রুত উন্নতি হচ্ছে। 

প্রধানমন্ত্রীর মা হীরবেন সম্প্রতি ১০০ বছর পার করেছেন।  গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল (Bhupendra Patel) আহমেদাবাদের হাসপাতালে শতায়ু হীরাবেনকে দেখতে গিয়েছিলেন। তিনি সেখানে হীরাবেনের স্বাস্থ্যের খোঁজখবর নেন। 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল, বুধবার তার মা হীরাবেনের সঙ্গে দেখা করতে দিল্লি থেকে আসেন। হাসপাতালে একঘণ্টারও বেশি সময় তিনি ছিলেন। 

প্রধানমন্ত্রীর মা তাঁর ছোট ভাই পঙ্কজ মোদীর সঙ্গে গান্ধীনগরের কাছে রায়সান গ্রামে থাকেন। প্রধানমন্ত্রী নিয়মিত রায়সানের সাথে দেখা করেন এবং তার বেশিরভাগ গুজরাট সফরে তার সঙ্গে সময় কাটান। প্রধানমন্ত্রীর মা এবছরই ১০০ বছর বয়স পূর্ণ করেছেন। মঙ্গলবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এর আগেও একাধিকবার তাঁকে একইভাবে হাসপাতালে ভরতি করতে হয়েছে। মায়ের অসুস্থতার খবর পেয়ে সব কর্মসূচি বাতিল করে আহমেদাবাদ আসেন প্রধানমন্ত্রী মোদী।

আরও পড়ুন

অন্যদিকে, দুর্ঘটনার কবলে পড়ে প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদী (Prahlad Modi) এবং তাঁর গোটা পরিবার হাসপাতালে ভরতি আছেন। মঙ্গলবার দুপুরে সপরিবারে বান্দিপুরাতে (Bandipura) যাওয়ার পথে প্রহ্লাদের মার্সিডিজ বেঞ্জ (Mercedes Benz) দুর্ঘটনায় পড়ে। আহত হন মোদির ভাই। ঘটনার সময় গাড়িতে ছিলেন তাঁর স্ত্রী, ছেলে, ছেলের বউ ও নাতি। সকলেই কমবেশি আহত হয়েছেন বলে জানা গিয়েছে। 

 

Read more!
Advertisement
Advertisement