Advertisement

PM Modi: ৩০ বছর ধরে মোদীকে রাখি পরান 'মুসলিম বোন', এবারও স্পেশাল প্ল্যান

রাখিবন্ধন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘদিনের মুসলিম বোন কামার মহসিন শেখ, এ বছরও নিজের হাতে বিশেষ রাখি তৈরি করেছেন। পাকিস্তানের করাচিতে জন্ম নেওয়া কামার গত ৩০ বছর ধরে প্রধানমন্ত্রীর হাতে রাখি বাঁধছেন।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 05 Aug 2025,
  • अपडेटेड 6:14 PM IST
  • রাখিবন্ধন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘদিনের মুসলিম বোন কামার মহসিন শেখ, এ বছরও নিজের হাতে বিশেষ রাখি তৈরি করেছেন।
  • পাকিস্তানের করাচিতে জন্ম নেওয়া কামার গত ৩০ বছর ধরে প্রধানমন্ত্রীর হাতে রাখি বাঁধছেন।

রাখিবন্ধন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘদিনের মুসলিম বোন কামার মহসিন শেখ, এ বছরও নিজের হাতে বিশেষ রাখি তৈরি করেছেন। পাকিস্তানের করাচিতে জন্ম নেওয়া কামার গত ৩০ বছর ধরে প্রধানমন্ত্রীর হাতে রাখি বাঁধছেন। এ বছর তিনি ‘ওম’ এবং গণেশের নকশা দিয়ে চারটি রাখি বানিয়েছেন। এবং এখন প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO) থেকে আমন্ত্রণের অপেক্ষায় আছেন।

কামার মহসিন শেখ জানান, তিনি প্রতি বছর নিজ হাতে রাখি তৈরি করেন এবং মোদীর কব্জিতে সবচেয়ে পছন্দের রাখিটি বাঁধেন। তিনি মোদীকে চেনেন সেই সময় থেকে, যখন তিনি আরএসএসের কর্মী ছিলেন। একবার নরেন্দ্র মোদী তাঁর খোঁজ নিয়ে বলেছিলেন, 'কেমন আছো বোন?'— সেই থেকেই শুরু হয় এই অনন্য সম্পর্কের যাত্রা।

কামারের দাবি, একসময় তিনি মোদীর জন্য প্রার্থনা করেছিলেন যাতে তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হন। সেই প্রার্থনা পূর্ণ হলে, তিনি আবার ইচ্ছা প্রকাশ করেছিলেন যাতে মোদী দেশের প্রধানমন্ত্রী হয়ে ভারতের গৌরব বাড়ান। তাঁর মতে, প্রতিবারই তাঁর প্রার্থনা প্রধানমন্ত্রীর জন্য সৌভাগ্য বয়ে এনেছে।

তিনি আরও জানান, গত বছর তিনি দিল্লি যেতে পারেননি। তবে এ বছর তিনি আশাবাদী, প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পেয়ে সরাসরি তাঁর হাতে রাখি বাঁধতে পারবেন এবং রাখিবন্ধনের আনন্দ ভাগ করে নিতে পারবেন। কামারের এই উদ্যোগ শুধু ব্যক্তিগত সম্পর্কের নিদর্শন নয়, বরং ধর্ম ও সীমানা পেরিয়ে ভ্রাতৃত্বের এক বিরল উদাহরণ, যা রাখিবন্ধনের প্রকৃত মর্মকে তুলে ধরে।

 

TAGS:
Read more!
Advertisement
Advertisement