Advertisement

Shiv Shakti Point: ২৩ অগাস্ট 'ন্যাশনাল স্পেস ডে', শিবশক্তি পয়েন্ট-তিরঙ্গা পয়েন্ট; চন্দ্রযান-৩ র সাফল্যে বড় ঘোষণা মোদীর

বিদেশ সফর সেরে ফিরেই সোজা বেঙ্গালুরু গিয়ে ইসরো-র বিজ্ঞানীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চন্দ্রযান-৩-র সাফল্যের অভিনন্দন জানাতেই মোদী শনিবার সাত সকালে বেঙ্গালুরু আসেন। সকাল ৬টা নাগাদ তাঁর বিমান এইচএএল বিমানবন্দরে অবতরণ করে।

২৩ অগাস্ট 'ন্যাশনাল স্পেস ডে', শিবশক্তি পয়েন্ট-তিরঙ্গা পয়েন্ট; বেঙ্গালুরুতে বড় ঘোষণা মোদীর
Aajtak Bangla
  • বেঙ্গালুরু,
  • 26 Aug 2023,
  • अपडेटेड 8:58 AM IST
  • যেখানে চন্দ্রযান-৩-র ল্যান্ডার অবতরণ করেছে, সেই বিন্দুটি শিবশক্তি পয়েন্ট নামে পরিচিত হবে
  • চন্দ্রযান-২ যে জায়গায় তার পায়ের ছাপ ফেলেছে, সেই জায়গাটিকে এখন তিরঙ্গা পয়েন্ট বলা হবে
  • ২৩ অগাস্ট ন্যাশনাল স্পেস ডে হিসাবে পালন করা হবে

বিদেশ সফর সেরে ফিরেই সোজা বেঙ্গালুরু গিয়ে ইসরো-র বিজ্ঞানীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চন্দ্রযান-৩-র সাফল্যের অভিনন্দন জানাতেই মোদী শনিবার সাত সকালে বেঙ্গালুরু আসেন। সকাল ৬টা নাগাদ তাঁর বিমান এইচএএল বিমানবন্দরে অবতরণ করে।  এখান থেকে প্রধানমন্ত্রী মোদী ইসরো সদর দফতরে পৌঁছন। বিমানবন্দর ছাড়ার আগে প্রধানমন্ত্রী উপস্থিত লোকজনের উদ্দেশে ভাষণও দেন। প্রধানমন্ত্রী 'জয় জওয়ান, জয় কিষাণ, জয় অনুসন্ধান' স্লোগানও দেন।

পরে ইসরোর কমান্ড সেন্টার ঘুরে দেখেন। ভাষণ দিতে গিয়ে মোদী বলেন, 'অনেক সময় একজন ব্যক্তির জীবনে এমন ঘটনা ঘটে, যেখানে অধৈর্যতা প্রাধান্য পায়। এবার আমার সঙ্গেও তাই হয়েছে। এখানে আসার অপেক্ষায় ছিলাম। আমি দক্ষিণ আফ্রিকায় ছিলাম। এরপর চলে যায় গ্রিসে। কিন্তু আমার মন সবসময় আপনাদের সঙ্গে ছিল। মাঝে মাঝে মনে হয় আমি আপনাদের প্রতি অবিচার করছি। আমার অধৈর্য এবং আপনাদের কষ্ট। তোমাদের সবাইকে খুব ভোরে আসতে হয়েছে। আপনাদের কাছে গিয়ে প্রণাম করার মতো মনে হচ্ছিল। আপনাদের নিশ্চয়ই সমস্যা হয়েছে।'

এরপর মোদী বলেন, 'আমি ভারতে আসার সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের দেখতে চেয়েছিলাম। সবাইকে স্যালুট জানাতে চাইছিলাম। আপনাদের পরিশ্রমকে স্য়ালুট। স্যালুট আপনাদের প্রাণশক্তিকে। আপনাদের আবেগকে স্যালুট। আমি আপনাদের আত্মাকে স্যালুট জানাচ্ছি।' এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চোখ জলে ভরে যায়। তিনি বলেন, 'আপনারা দেশকে যে উচ্চতায় নিয়ে গেছেন তা সাধারণ নয়। আমরা সেখানে পৌঁছেছি যেখানে কেউ পৌঁছয়নি। আমরা তা করেছি যা কেউ কখনও করেনি। এটাই আজকের ভারত। নির্ভীক এবং যুদ্ধরত ভারত। এই ভারতই নতুন করে ভাবছে। নতুন উপায় চিন্তা করছে। ডার্ক জোনে গিয়ে সে আলোর রশ্মি ছড়িয়েছে। একবিংশ শতাব্দীতে বিশ্বের সবচেয়ে বড় সমস্যার সমাধান করবে ভারত। ২৩ অগাস্টের প্রতি সেকেন্ডে বারবার ঘুরে বেড়াচ্ছে আমাদের মধ্যে। সেই দৃশ্য কে ভুলতে পারে। কিছু স্মৃতি অমর হয়ে যায়। সেই মুহূর্ত অমর হয়ে গেল। সেই মুহূর্তটি এই শতাব্দীর জন্য অনুপ্রেরণামূলক হয়ে উঠেছে।'

Advertisement

প্রধানমন্ত্রী বলেন, 'চন্দ্রযান ৩-র সাফল্যে চাঁদের রহস্য উন্মোচিত হবে। এর পাশাপাশি এটি পৃথিবীর চ্যালেঞ্জ নিরসনেও সাহায্য করবে। এই সাফল্যের জন্য আমি মিশনের পুরো দলকে অভিনন্দন জানাই। আপনারা জানেন যে একটি বিশেষ মিশনের নাম টাচ ডাউন করার একটি ঐতিহ্য আছে। চাঁদের যে অংশে চাঁদ অবতরণ করেছে তার নামকরণের সিদ্ধান্ত নিয়েছে ভারত। যেখানে ল্যান্ডার অবতরণ করেছে, সেই বিন্দুটি শিবশক্তি পয়েন্ট নামে পরিচিত হবে। আরেকটি নামকরণ দীর্ঘদিন ধরে ঝুলে আছে। চার বছর আগে যখন চাঁদের কাছে পৌঁছেছিল চন্দ্রযান-২। যেখানে তার পায়ের ছাপ পড়েছিল। এরপর তার নাম ঘোষণা করার সিদ্ধান্ত হয়। কিন্তু সেই পরিস্থিতি দেখে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে যখন চন্দ্রযান-৩ সফলভাবে পৌঁছবে, তখন আমরা চন্দ্রযানের দুটি মিশনের নাম দেব। আজ যখন ঘরে ঘরে তিরঙ্গা। যে কারণে চন্দ্রযান-২ যে জায়গায় তার পায়ের ছাপ ফেলেছে, সেই জায়গাটিকে এখন তিরঙ্গা পয়েন্ট বলা হবে।'

এরপরই মোদী ঘোষণা করেন, 'তরুণ প্রজন্ম যেন প্রতিনিয়ত অনুপ্রেরণা পায় সেজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৩ অগাস্ট যখন ভারত চাঁদে তিরঙ্গা উত্তোলন করেছিল, ভারত সেই দিনটিকে ন্যাশনাল স্পেস ডে হিসাবে উদযাপন করবে। এই দিনটি আমাদের সবসময় অনুপ্রাণিত করবে।'

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement