পহেলগাঁও হামলার সঙ্গে যারা জড়িত তাদের সাজা দেওয়া হবে। রেয়াত করা হবে না। বিহারের মধুবনির সভা থেকে হুঙ্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি বলেন, 'এই হামলা কেবল পর্যটকদের উপর নয়। দেশের শত্রুরা ভারতের আত্মার উপর হামলার দু:সাহস দেখিয়েছে। আমি সাফ জানাচ্ছি, যারা এই হামলা করেছে সেই জঙ্গিদের ও পিছনে থাকা ষড়যন্ত্রকারীদের সাজা দেওয়া হবে। কল্পানার থেকেও বড় সাজা দেওয়া হবে। সাজা দেবই। সন্ত্রাসবাদীদের যেটুকু জমি আছে। তাদের মাটিতে মিলিয়ে দেওয়ার সময় চলে এসেছে।'
প্রধানমন্ত্রী আরও বলেন, 'জঙ্গিরা নিরপরাধ দেশের মানুষকে নির্মমতার সঙ্গে হত্য়া করেছে। তা দেখে গোটা দেশ শোকস্তব্ধ। সবাই সমবেদনা জানাচ্ছে। নিহত ও আহতদের পরিবারের সঙ্গে সবাই দাঁড়িয়ে আছে। যাদের পরিবারের সদস্যদের চিকিৎসা চলছে তাদের পাশে দাঁড়িয়েছে সরকার। সরকার সব রকম চেষ্টা করছে।'
এই হামলায় যারা আক্রান্ত তাদের বাড়ি দেশের বিভিন্ন রাজ্যে। কম বেশি অনেক রাজ্যে এর প্রভাব পড়েছে। সেকথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'এই আতঙ্কবাদী হামলায় কেউ ছেলে, কেউ ভাই, কেউ জীবনসাথী হারিয়েছে। ওদের মধ্যে কেউ বাংলা, কেউ কানাড়া, কেউ মারাঠা, কেউ গুজরাতি বলে। আজ তাদের মৃত্যুতে কার্গিল থেকে কন্যাকুমারি সবাই শোকস্তব্ধ। এই হামলা কেবল পর্যটকদের উপর নয়। দেশের আত্মার উপর হামলা।'
জঙ্গি ও তাদের মদতদাতাদের হুঁশিয়ারি দিয়ে মোদী বলেন, 'একশো চল্লিশ কোটি ভারতীয়র ইচ্ছাশক্তি এবার জঙ্গিদের কোমর ভেঙে দেবে। আমি গোটা বিশ্বকে বলছি, ভারত সন্ত্রাসবাদীদের চিহ্নিত করে শাস্তি দেবে। ভারতের ঐক্যকে ভাঙা যাবে না। সন্ত্রাসবাদ দমনে সব রকমের পদক্ষেপ করা হবে। কাউকে ছেড়ে কথা বলা হবে না। আমরা বিভিন্ন দেশের নেতাদের বার্তা পেয়েছি। তাদের ধন্যবাদ।'
মঙ্গলবার দুপুরে কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলা চালায় জঙ্গিরা। বেছে বেছে হিন্দুদের খুন করা হয় বলে অভিযোগ। ২৬ জন পর্যটক মারা যান। জখম প্রায় ১৭। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার ভয়াবহতায় শোকস্তব্ধ গোটা বিশ্ব। তাবড় তাবড় নেতারা ভারতের উপর এই আক্রমণের প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা সন্ত্রাসবাদ দমনে ভারতের সঙ্গে রয়েছেন, সাফ জানিয়েছেন।
এদিকে এই জঙ্গি হামলার পর পহেলগাঁওয়ে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আহতদের সঙ্গে কথা বলেন। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। হামলার জেরে সৌদি আরবের সফর কাটছাঁট করে তড়িঘড়ি দেশে ফিরে আসেন প্রধানমন্ত্রী মোদী। তিনি উচ্চ পর্যায়ের বৈঠকও করেন। আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়ে দিয়েছেন, জঙ্গিদের সাজা দেওয়া হবে। কঠোর পদক্ষেপ করা হবে। বিহারের সভা থেকে সেই একই কথা বললেন প্রধানমন্ত্রী।