Advertisement

BJP Seats Loksabha : 'অব কি বার ৪০০ পার', বিজেপি কতগুলো আসন পাবে? সংখ্যা জানিয়ে দিলেন মোদী

সামনেই লোকসভা নির্বাচন। ২০২৪-এ ফের ক্ষমতায় আসবে এনডিএ সরকার। লোকসভায় জবাবি ভাষণে দাবি করলেন প্রধানমন্ত্রী মোদী। বিজেপি কতগুলো আসন পাবে? তাও ঘোষণা করলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী মোদী
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 05 Feb 2024,
  • अपडेटेड 6:23 PM IST
  • ২০২৪-এ ফের ক্ষমতায় আসবে এনডিএ সরকার
  • লোকসভায় জবাবি ভাষণে দাবি করলেন প্রধানমন্ত্রী মোদী

আগামী লোকসভা ভোটে বিজেপি এককভাবে ৩৭০টি আসন পাবে। এনডিএ জোট পাবে ৪০০-এরও বেশি আসন। লোকসভায় জবাবি ভাষণে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'এখন থেকেই কার্যত পরিষ্কার যে, আগামী ভোটে এনডিএ জোট ৪০০ আসন পাবে। আমার বিশ্বাস, বিজেপি পাবে ৩৭০ টি আসন।' 

ভাষণে মোদী বলেন, 'গোটা দেশ বলছে অব কী বার, ৪০০ পার। বিজেপি পাবে ৩৭০ আসন। আর ক্ষমতায় আসার পর ভারতের আগামী হাজার বছরের ভবিষ্যৎ সুরক্ষিত করা হবে।' বিরোধীদের কটাক্ষ করে তাঁর সংযোজন. 'বিরোধিরা ঠিক করেই নিয়েছে তারা বিরোধী আসনেই থাকবে। এই ব্যাপারে তাঁরা সংকল্পবদ্ধ বলে আমার মনে হয়। বিরোধিরা দশকের পর দশক উল্টোদিকে বসার সংকল্প নিয়ে ফেলেছেন। জনতা তো ভগবানের প্রতীক। আপনারা যেভাবে পরিশ্রম করছেন, আমার মনে হয় ভগবানরূপী জনতা আপনাদের দু'হাত ভরে আশীর্বাদ করবেন এবং সঠিক জায়গায় বসার ব্যবস্থা করে দেবেন।' 

প্রধানমন্ত্রী মোদী বিরোধীদের আক্রমণ করে বলেন, 'বিরোধীরা আর কতদিন সমাজকে বিভক্ত করতে থাকবে। এরা দেশকে ভেঙে টুকরো টুকরো করেছে। কংগ্রেস ভালো বিরোধী হওয়ার সুযোগ পেয়েছিল। দশ বছর তো কম নয়। কিন্তু সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। নিজেরা বিফল হলেও অন্যদের সুযোগ দেয়নি।' 

রাহুল গান্ধীকে নাম না করে আক্রমণ করেন মোদী। বলেন, 'তাঁর ইমেজ যদি ভালো না গড়া যায় তাহলে তাঁর ক্ষতি হয়ে যাবে। এই ভেবে তিনি নিজের ও অন্য বিরোধী দলেরও ক্ষতি করেছেন। সংসদ এবং দেশের উভয়েরই। সেজন্য আমি সব সময় মনে করি দেশে সুস্থ ও ভালো বিরোধী দল দরকার।' 

পরিবারতন্ত্রকেও আক্রমণ করেন প্রধানমন্ত্রী মোদী। বলেন, 'একটা দল পরিবারতন্ত্রের সেবা করতে হবে নিজেদের ক্ষতি করে চলেছে। খড়গে এই হাউস থেকে ওই হাউসে চলে যান। গোলাম নবী নিজেই দল থেকে সরে গিয়েছেন। তাঁরা যোগ্য। অথচ স্বজনপ্রীতির শিকার। মোদ্দা কথা হল, একই পণ্য বারবার চালু করার কারণে তাঁকে দোকানে তালা লাগাতে হয়েছে।' 

Advertisement
Read more!
Advertisement
Advertisement