Advertisement

PM Modi Speech Today: মধ্যবিত্তের সাশ্রয় থেকে স্বদেশী পণ্য, GST নিয়ে যা বললেন মোদী, ১০ পয়েন্টে বুঝুন

​​​​​​​PM Modi 10 Points Today: রবিবার বিকেল ৫টায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগেই প্রধানমন্ত্রীর দফতর তাঁর ভাষণের বিষয়ে X হ্যান্ডেলে পোস্ট করেছিল। তবে তিনি কোন বিষয়ে বলবেন, তা জানানো হয়নি। কিন্তু সোমবার থেকেই জিএসটি ২.০ লাগু হচ্ছে।

GST নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী।GST নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী।
Aajtak Bangla
  • দিল্লি,
  • 21 Sep 2025,
  • अपडेटेड 6:28 PM IST
  • রবিবার বিকেল ৫টায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • এর আগেই প্রধানমন্ত্রীর দফতর তাঁর ভাষণের বিষয়ে X হ্যান্ডেলে পোস্ট করেছিল।
  • 'জিএসটি বচত উৎসবে'র জন্য দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী।

PM Modi 10 Points Today: রবিবার বিকেল ৫টায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগেই প্রধানমন্ত্রীর দফতর তাঁর ভাষণের বিষয়ে X হ্যান্ডেলে পোস্ট করেছিল। তবে তিনি কোন বিষয়ে বলবেন, তা জানানো হয়নি। কিন্তু সোমবার থেকেই জিএসটি ২.০ লাগু হচ্ছে। ফলে প্রধানমন্ত্রী যে সেই নিয়েই কিছু বলবেন, তা অনেকেই আন্দাজ করতে পেরেছিলেন। শেষ পর্যন্ত তাই হল। 'জিএসটি বচত উৎসবে'র জন্য দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী।

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের ১০ মূল পয়েন্ট

পুরনো জটিল ট্যাক্স প্রথার অবসান
এদিন প্রধানমন্ত্রী বলেন, 'একসময় ডজন ডজন ট্যাক্স ছিল। এক্সাইজ, সার্ভিস ট্যাক্স এই ট্যাক্স, ওই ট্যাক্স। মানুষ এত ট্যাক্সের বিষয়ে বুঝতে বুঝতেই হাঁপিয়ে উঠতেন। এমনও ছিল যে এক রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্য নিয়ে যেতেই আলাদা ট্যাক্স।' মোদীর দাবি, জিএসটি আসায় সেই জটিলতা আর নেই।

‘জিএসটি সাশ্রয় উৎসব’ শুরু হচ্ছে সোমবার থেকে
আগামিকাল, সোমবার থেকে এই নতুন কর ব্যবস্থা শুরু হবে। এতে সাধারণ মানুষের সঞ্চয় বাড়বে বলে দাবি প্রধানমন্ত্রীর।

৯৯ শতাংশ জিনিসই এখন মাত্র ৫ শতাংশ ট্যাক্স স্ল্যাবে
প্রধানমন্ত্রীর কথায়, দেশের প্রায় ৯৯% নিত্যপ্রয়োজনীয় জিনিসই এখন ৫ শতাংশ ট্যাক্স স্ল্যাবের মধ্যে পড়বে।

দুধ, ব্রাশ, টুথপেস্টে নিয়ে চাপ নেই
প্রধানমন্ত্রী জানালেন দুধ, ব্রাশ, দাঁতের মাজনের মতো পণ্যেও জিএসটি কমানো হয়েছে। কোনওটায় কর শূন্য, কোনওটায় মাত্র ৫ শতাংশ।

গরিব ও মধ্যবিত্তের স্বস্তি
নতুন ট্যাক্স স্ল্যাব, জিএসটিতে দরিদ্র ও মধ্যবিত্তের জীবনযাত্রা আরও সহজ হবে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। উৎসবের মরসুমে এটি মধ্যবিত্তের জন্য দ্বিগুণ লাভ বলেও উল্লেখ করেন।

রাজ্য-কেন্দ্র একযোগে সিদ্ধান্ত
সমস্ত রাজ্যের মতামত ও সহযোগিতার মাধ্যমেই এই GST সংস্কার করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমেই GST 2.0 রূপায়িত করা হয়েছে।'

টিভি, ফ্রিজ, এসি, স্কুটার, সবকিছুই সস্তা হবে
প্রধানমন্ত্রী বলেন, 'এতদিন গরিব মানুষরা টিভি, ফ্রিজ, এসি, স্কুটারের মতো জিনিস কেনার ক্ষেত্রে পিছিয়ে থাকতেন। এখন তারাও এইসব কিনতে পারবেন। হোটেলে যাওয়া, বেড়ানোও সস্তা হবে।'

Advertisement

আড়াই লক্ষ কোটি টাকার সাশ্রয়
'আয়কর ছাড় ও জিএসটি সংস্কারের ফলে দেশের মানুষ বছরে প্রায় ২.৫ লক্ষ কোটি টাকা সঞ্চয় করতে পারবেন,' বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

স্বনির্ভরতার ডাক
প্রধানমন্ত্রী বলেন, 'ক্ষুদ্র ও মাঝারি শিল্পই দেশের মেরুদণ্ড। মোদীর বার্তা, বিদেশ নয়, দেশে তৈরি জিনিসের ব্যবহার বাড়াতে হবে।'

স্বদেশি পণ্যের প্রতি গর্ব
প্রধানমন্ত্রী মোদীর ভাষণে এদিন বারবার ‘স্বদেশি’ জিনিস কেনার বিষয়টি উঠে এসেছে। তিনি বলেন, 'দেশের পণ্য কিনতে হবে, বিক্রি করতে হবে, তবেই ভারত উন্নত ও শক্তিশালী হবে।'

Read more!
Advertisement
Advertisement