Advertisement

PM Modi: 'যারা পাশে ছিল, তারাও পালাচ্ছে,' INDIA জোট প্রসঙ্গ তুলে কংগ্রেসকে আক্রমণ মোদীর

নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বৃহস্পতিবার রাজ্যসভায় ধন্যবাদ প্রস্তাবের আলোচনার সময় কংগ্রেসকে কটাক্ষ করলেন। তাঁর বক্তব্যে মোদী অভিযোগ করেন, "লোকসভা ভোটের সময় যারা পাশে ছিলেন, তাঁদেরও ছেড়ে পালাচ্ছে।" মোদী বলেন, বাবা সাহেবের প্রতি কংগ্রেসের ঘৃণা ও ক্ষোভ কতটা ছিল, তার স্পষ্ট প্রমাণ রয়েছে।

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 06 Feb 2025,
  • अपडेटेड 4:53 PM IST
  • নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বৃহস্পতিবার রাজ্যসভায় ধন্যবাদ প্রস্তাবের আলোচনার সময় কংগ্রেসকে কটাক্ষ করলেন।
  • তাঁর বক্তব্যে মোদী অভিযোগ করেন, "লোকসভা ভোটের সময় যারা পাশে ছিলেন, তাঁদেরও ছেড়ে পালাচ্ছে।"

নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বৃহস্পতিবার রাজ্যসভায় ধন্যবাদ প্রস্তাবের আলোচনার সময় কংগ্রেসকে কটাক্ষ করলেন। তাঁর বক্তব্যে মোদী অভিযোগ করেন, "লোকসভা ভোটের সময় যারা পাশে ছিলেন, তাঁদেরও ছেড়ে পালাচ্ছে।" মোদী বলেন, বাবা সাহেবের প্রতি কংগ্রেসের ঘৃণা ও ক্ষোভ কতটা ছিল, তার স্পষ্ট প্রমাণ রয়েছে। তিনি বলেন, বাবাসাহেবকে কখনও ভারতরত্ন পাওয়ার যোগ্য মনে করা হয়নি। তাঁর মতে, দেশের জনগণ বাবা সাহেবের চেতনাকে সম্মান করে।

প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, "আমরা গরিবদের প্রকৃত উন্নয়ন দিয়েছি, মিথ্যা স্লোগান নয়" – তিনি জানিয়েছেন যে, সরকারের নীতিমালার ফলস্বরূপ ৪ কোটি দরিদ্র পরিবারকে কংক্রিটের ঘর, ১২ কোটিরও বেশি শৌচাগার এবং ১২ কোটি পরিবারকে নলের জলের সুবিধা প্রদান করা হয়েছে। মোদী এই কথায় কংগ্রেসকে লক্ষ্য করে মন্তব্য করেন, যে কংগ্রেসের নীতির ফলেই বর্তমান পরিস্থিতি উদ্ভূত হয়েছে এবং তাদের নীতি ও আচরণ দেশের স্থায়ী উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে।

মোদের বক্তব্যে রাষ্ট্রপতির ভাষণের উল্লেখও ছিল। তিনি বলেন, রাষ্ট্রপতির ভাষণ ছিল অনুপ্রেরণাদায়ক, কার্যকরী এবং দেশের ভবিষ্যতের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রদান করে। তিনি দাবি করেন, "যে বিষয়টি বোঝা গেছে, তা আমরা যেমন ছিল তেমনই ব্যাখ্যা করেছি।" মোদী তাঁর সরকারের মডেলকে এক কথায় সংক্ষেপ করতে গিয়ে বলেন, "নেশন ফার্স্ট", অর্থাৎ দেশের মানুষের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।

এই বক্তব্যে মোদী কংগ্রেসের বিরুদ্ধে বিশেষ করে অভিযোগ করেন, যে কিছু নেতা দরিদ্রদের নিয়ে ছবি তুলতে ও প্রলোভন দেখাতে ব্যস্ত, কিন্তু বাস্তবে দরিদ্রদের সমস্যার প্রতি তাদের আগ্রহ কম। তাঁর দাবি অনুযায়ী, দেশের জনগণ তাঁদের সরকারকে বারবার সেবা করার সুযোগ দিয়েছে এবং এই উন্নয়ন মডেলটি পরীক্ষা করে সমর্থন করেছে।
 

 

TAGS:
Read more!
Advertisement
Advertisement