দীর্ঘ দু’বছরেরও বেশি সময় পর শনিবার মণিপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৩ সালের মে মাসে কুকি-মেইতেই সংঘর্ষে রক্তাক্ত হয়েছিল উত্তর-পূর্বের রাজ্য। তারপর থেকে এই প্রথমবার প্রধানমন্ত্রী সেখানে পা রাখছেন। সফরে একগুচ্ছ পরিকাঠামো ও উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন তিনি। দীর্ঘদিন ধরেই অশান্তি বিধ্বস্ত মণিপুরে প্রধানমন্ত্রীর সফরের দাবি তুলেছেন বিরোধীরা। অবশেষে সে সারজ্যে যেতে চলেছেন মোদী।
চুরাচাঁদপুরে প্রথম কর্মসূচি
শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ প্রধানমন্ত্রী চুরাচাঁদপুরে পৌঁছবেন। সেখানে শান্তি ময়দানে জনসভায় ভাষণ দেবেন। পাশাপাশি হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গেও দেখা করবেন।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, এদিন মোট ১৪টি বড় প্রকল্পের শিলান্যাস করবেন মোদী। এগুলির পিছনে খরচ হবে প্রায় ৭,৩০০ কোটি টাকা। এর মধ্যে রয়েছে মণিপুর আরবান রোডস অ্যান্ড ড্রেনেজ প্রকল্প (৩,৬৪৭ কোটি টাকা), মণিপুর ইনফোটেক ডেভেলপমেন্ট প্রকল্প (৫৫০ কোটি টাকা), দূরবর্তী জেলাগুলিতে সুপার-স্পেশালিটি হাসপাতাল, ৯টি জায়গায় মহিলা কর্মীদের জন্য হোস্টেল এবং ১৬টি জেলায় ১২০টি স্কুলে উন্নয়ন কাজ।
এছাড়াও, খুমান লমপাকে একটি বহুমুখী ইনডোর স্টেডিয়াম, পোলো গ্রাউন্ডের সম্প্রসারণ এবং ভারতমালা প্রকল্পের আওতায় একাধিক সড়ক উন্নয়ন হবে।
বিকেলে ইম্ফল সফর
বিকেলে ইম্ফল যাবেন প্রধানমন্ত্রী। সেখানে ১৭টি প্রকল্প উদ্বোধন করবেন, যার মোট খরচ ১,২০০ কোটি টাকা। এর মধ্যে রয়েছে নতুন মণিপুর পুলিশ সদর দফতর (১০১ কোটি টাকা), মন্ত্রিপুখরিতে সিভিল সেক্রেটারিয়েট (৫৩৮ কোটি টাকা), চার জায়গায় ইমা মার্কেট, লেইশাং হিডেন কালচারাল অ্যান্ড হেরিটেজ পার্ক, এবং ইম্ফল পশ্চিম, থৌবাল ও কাকচিং জেলার সরকারি কলেজে উন্নয়ন প্রকল্প।
নিরাপত্তায় জোর
ইম্ফলে প্রস্তুতি তুঙ্গে। ২০ ফুট উঁচু তোড়ন তৈরি হয়েছে, নতুন বিলবোর্ড বসানো হয়েছে। বিমানবন্দর থেকে কাঙ্গলা ফোর্ট পর্যন্ত সাত কিলোমিটার রাস্তায় কড়া নিরাপত্তা ব্য়বস্থা মোতায়েন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর বক্তব্য ও বিরোধীদের প্রতিক্রিয়া
এদিন সফরের আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ প্রধানমন্ত্রী লিখেছেন, 'আমরা মণিপুরের সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সড়ক প্রকল্প, জাতীয় সড়ক প্রকল্প, মহিলা হোস্টেল ইত্যাদির শিলান্যাস হবে। পাশাপাশি সিভিল সেক্রেটারিয়েট, নতুন পুলিশ সদর দফতর এবং মহিলা চালিত মার্কেটের উদ্বোধন করা হবে।''
অন্যদিকে, প্রধানমন্ত্রীর মণিপুর সফরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর মন্তব্য, 'মণিপুরের সমস্যা অনেক দিন ধরেই চলছে। অবশেষে প্রধানমন্ত্রী যাচ্ছেন, এটা ভাল ব্যাপার।'