সন্ত্রাসবাদ আর সমঝোতার রাস্তা কখনও একসঙ্গে চলতে পারে না। তাই ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে কথা হলে PoK (পাক অধিকৃত কশ্মীর) নিয়েই হবে। সোমবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সাফ জানিয়ে দিলেন দেশের প্রধানমন্ত্রী। ঘাত-প্রত্যাঘাতে গত কয়েকদিনে সংঘর্ষের পরিস্থিতি জারি ছিল ভারত-পাকিস্তানের মধ্যে। শনিবার দুই দেশের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি জারি হলেও, সোমবার প্রধানমন্ত্রী জানিয়েছেন, অপারেশন সিঁদুর শেষ হয়নি, স্থগিত করা হয়েছে মাত্র। ভবিষ্যতে ফের পাকিস্তান কোনও রকম দুঃসাহস দেখালে ভারত তার যোগ্য জবাব দেবে।
কোনওভাবেই সন্ত্রাসবাদকে সহ্য করবে না ভারত। তা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন নরেন্দ্র মোদী। পহেলগাঁও হামলায় মা-বোনেদের সিঁথির সিঁদুর মোছার জবাব দিয়েছে ভারত। গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত একের পর কুখ্যাত জঙ্গিগোষ্ঠীর ঘাঁটি এবং হেডকোয়ার্টারগুলিকে। সেই নিয়ে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, জঙ্গি ঘাঁটি ধ্বংস হওয়ায় পাকিস্তানের হৃদয়ে আঘাত হয়েছে। আর হতাশাগ্রস্ত পাকিস্তান দিশেহারা হয়ে দুঃসাহস করেছে ভারতে হামলা চালানোর। পাকিস্তানের এই দুঃসাহস যে ভারত কোনও মতেই মেনে নেবে না এবং যে ভাবে ভারতের এয়ার ডিফেন্স ফোর্স পাকিস্তানকে জবাব দিয়েছে, ভবিষ্যতে ফের এমনটা হলেও ভারত ঠিক এভাবেই জবাব দেবে।
এদিন জঙ্গিদের মদতদাতা হিসেবে পাকিস্তানকে চিহ্নিত করে কার্যত ধুয়ে দেন নমো। একের পর এক কড়া বার্তা দেন তিনি। একইসঙ্গে গোটা বিশ্বের উদ্দেশে জানান, যদি পাকিস্তানের সঙ্গে ভারতের কথা হয়, তাহলে তা হবে সন্ত্রাসবাদ নিয়েই এবং সর্বোপরি পাক অধিকৃত কাশ্মীর নিয়েই। তিনি বলেন, 'টেরর আর ট্রেড, টেরর আর টক একসঙ্গে হবে না। যেমন একসঙ্গে বইবে না জল আর রক্ত।' তাঁর এই বার্তাগুলির পিছনে বড়সড় ইঙ্গিত রয়েছে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকদের অধিকাংশ। জঙ্গিদের সমূলে উৎপাটন না করলে পাকিস্তানের সঙ্গে ভারত যে আর সমঝোতার শেষ রাস্তাটুকুও খোলা রাখবেন না, তা বুঝিয়ে দেন মোদী। পাশাপাশি সিন্ধু জলচুক্তি নিয়েও ভারত যে নিজের বর্তমান অবস্থান থেকে নড়বে না, তাও মোদীর বার্তায় ইঙ্গিত মিলেছে।
পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের দ্বৈরথ চিরকালীন। তবে সেখানে সন্ত্রাসবাদের জন্ম এবং তাকে লালন-পালন করলে ভারত যে আর ছেড়ে কথা বলবে না, সেই হুঁশিয়ারিই দিয়ে রেখেছেন নরেন্দ্র মোদী। আগামীতে PoK নিয়ে কোনও সমঝোতার রাস্তা নয়, বরং ভারত যে কঠোর অবস্থান নিতে পারে, তা মোদীর কথায় স্পষ্ট।
মোদী এদিন তাঁর কথায় বারবার বলেন, 'ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে হামলা চালিয়েছিল। পাকিস্তান এই বিষয়ে ভারতের পাশে, সন্ত্রাসবাদ দমনে সাহায্য না করে সন্ত্রাসবাদের পক্ষেই দাঁড়াল। এখনও পাকিস্তান সন্ত্রাসবাদ দমনে উদ্যোগী না হলে, এই জঙ্গিরাই একদিন পাকিস্তান শেষ করে দেবে। পাকিস্তানের বাঁচার আর কোনও রাস্তা থাকবে না।'