অপারেশন 'সিঁদুর'-এর পর জাতীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পহেলগাঁও হামলার পর প্রত্যাঘাত করে ভারতীয় সেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে স্ট্রাইক চালানো হয়। ৯ টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারতীয় স্থল-নৌ ও বায়ুসেনা। শতাধিক জঙ্গি নিকেশ হয়। এরপর পাকিস্তানের তরফে হামলার চেষ্টা করা হয় ভারতে। তবে তা আটকে দেয় সেনা। দুই দেশের সীমান্তে উত্তেজনা বাড়ছিল। কিন্তু শনিবার সংঘর্ষ বিরতি মেনে নেয় দুই দেশ। তা নিয়ে বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
PM MODI LIVE (কী কী বললেন পিএম মোদী)